নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না অশ্রু নেব,
ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল।
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল।
ফুল যদি নিই তোমার হাতে,
জল রবে গো নয়ন পাতে।
ফুল যদি নিই তোমার হাতে,
জল রবে গো নয়ন পাতে।
অশ্রু নিলে ফুটবে না আর
অশ্রু নিলে ফুটবে না আর
প্রেমের মুকুল।
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল।
মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদ যখন
মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।
পাওয়ার সাধ যে জাগে
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই।
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই।
ফুল ফোটায়ে যায় গো চলে
ফুল ফোটায়ে যায় গো চলে
চঞ্চল বুলবুল।
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না অশ্রু নেব,
ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল।
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল।
Song: Noyon bhora jol go tomar
Type: Nazrulgiti
Singer: Ferdous Ara
Taal: Dadra
Video from YouTube for Noyon bhora jol go tomar :