ঝগড়াঝাটি রাগ, মারামারি ভাগ
সেরে যাবে সব পাগলামি
শুধু তিনটে চারটে সাতটা আটটা হামি,
শুধু তিনটে চারটে সাতটা আটটা হামি।
ঝগড়াঝাটি রাগ, মারামারি ভাগ
সেরে যাবে সব পাগলামি
শুধু তিনটে চারটে সাতটা আটটা হামি।
কা কা কা কাটা কাটি স্টপ,
খাও না আলুর চপ
তার থেকে টেস্টি টেস্টি ইয়াম্মি
শুধু ন’টা দশটা বারোটা তেরোটা হামি।
কাটা কাটি স্টপ,
খাও না আলুর চপ
তার থেকে টেস্টি টেস্টি ইয়াম্মি
শুধু ন’টা দশটা বারোটা তেরোটা হামি।
শুধু ন’টা দশটা বারোটা তেরোটা হামি।
স্বপ্ন স্বপ্ন গাছ, মিস্টি মিস্টি টাচ্
ভালবাসা মাখবো ম্যাজিকে
বন্দি হল হুইল সন্ধি করে নাও
বল তোমরা কে কে রাজি কে?
উফ দশ কুড়ি ত্রিশটা চল্লিশটা হামি।
উফ দশ কুড়ি ত্রিশটা চল্লিশটা হামি।
পা পাপ পা পারা পারা পারা পারা পারা পারা
পারা পারা পারা পারা পারা পারা
পারা পারা পারা পারা পারা পারা
পারা পারা পারা পারা পারা পারা
পারা রা
চল হাত ধরে বন্ধু পাতাই
চল হুটো পাটি চেয়ার মিউসিক্যাল
চল ভাগ করে খাবো টিফিন
চল গালে গালে গালে গালে গাল
সত্তর আশি একাশিটা হামি।
শুধু সত্তর আশি একাশিটা হামি।
ঝগড়াঝাটি রাগ, মারামারি ভাগ
সেরে যাবে সব পাগলামি, হামি
শুধু নাইনটি ওয়ান নাইনটি টু টা হামি
যত কাটা কাটি স্টপ
খাও না আলুর চপ
তার থেকে টেস্টি টেস্টি ইয়াম্মি
শুধু নাইনটি ওয়ান নাইনটি টু টা
নাইনটি ফাইভ নাইনটি সিক্স
নাইনটি নাইন সেনচুরিটা হামি।
Song: Haami
Movie: Haami (2018)
Director: Nandita Roy and Shiboprosad Mukherjee
Music and Lyrics: Anindya Chatterjee
Singer: Babul Supriyo and Anindya Chatterjee
Video from YouTube for Haami: