শহর জুরে যেন প্রেমের মরশুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখন নেমে আসে অচেনা প্যারাশুট
তোমাকে ভালোবেসে আমার চিরকুট
কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা
তুমিও ভেবে দেখো কলকাতা
কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা
তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে
ঘুম ভাঙে এসপ্ল্যানেড
খোলা ভাঙে চীনেবাদাম
ঘুম ভাঙে এসপ্ল্যানেড
খোলা ভাঙে চীনেবাদাম
চেনা কোনো ঘাসের দাগ
শুয়ে থাকা কি আরাম
শহর জুরে যেন প্রেমের মরশুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখন নেমে আসে অচেনা প্যারাশুট
তোমাকে ভালোবেসে আমার চিরকুট
কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা
তুমিও ভেবে দেখো কলকাতা
কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা
তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে
খুঁজে দিতে না পারলে আড়ি
আমার বোমকেশ বক্সীর বাড়ি
খুঁজে দিতে না পারলে আড়ি
আমার বোমকেশ বক্সীর বাড়ি
তবেই তোমার কথা কলকাতা কলকাতা
সব কিছু মেনে নিতে পারি
কেন এ অসম্ভবে ডেকে আনো আমাকে
ছুঁয়ে থাকো হাতটাকে
কবিতার ছাদটাকে
কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা
তুমিও ভেবে দেখো কলকাতা
কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা
তুমিও ভেবে দেখো কলকাতা
কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা
যাবে কি না যাবে আমার সাথে
Movie Name: Praktan (2016)
Song Name: Kolkata
Singers: Anupam Roy and Shreya Ghoshal
Lyricist: Anupam Roy
Director: Nandita Roy Shiboprosad Mukherjee
staring: Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Soumitra Chatterjee, Aparajita Adhya, Sabitri Chatterjee
Video from YouTube for Kolkata :