প্রথম আলোয় ফেরা –
আঁধার পেরিয়ে এসে আমি
অচেনা নদীর স্রোতে
চেনা চেনা ঘাট দেখে নামি
চেনা তবু চেনা নয়
এ ভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান
আমি ভালবেসেছি তোমায় ।
তোমাকেই বাজি ধরা –
বোকা প্রেমে যে অহংকার
গানে গানে কেঁদে মরা –
ব্যর্থ হয়েছে অভিসার
তোমায় খুঁজেছি শুধু –
কি আদিম বাঁচার নেশায়
খোদার কসম জান
আমি ভালবেসেছি তোমায় ।
এখন আবার দেখা –
আবার তোমার চোখে জল
কত জন্মের চেনা
তুমি আছ অবিকল
আয়নায় দেখ মুখ
মহাকাল যেখানে ঘনায়
খোদার কসম জান
আমি ভালবেসেছি তোমায় ।
খোদার কসম জান
আমি ভালবেসেছি তোমায় ।
Song: Khudar Kasam Jaan
Movie: Jaatishwar (2014)
Singer: Kabir Suman
Music Director: Kabir Suman
Lyricist: Kabir Suman
Star Casting: Prasenjit Chatterjee, Swastika Mukherjee, Jisshu Sengupta, Abir Chatterjee
Video from YouTube for Khodar Kasam Jaan :