রাগ যে তোমার মিষ্টি
রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি
রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি আরো
তাই বুঝি
রোদ ঝলমল আকাশ বলো একটানা কি ভালো?
মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলা মেঘলা আকাশ কালো
রোদ ঝলমল আকাশ বলো একটানা কি ভালো?
মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলা আকাশ কালো
ঠিক
তোমার সুরের মাঝে
তোমার সুরের মাঝে
তাই তো ওঠে বেসুরো গান গেয়ে
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি
রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি আরো
লালা লা লা লা
অনেক পাওয়ার মাঝে মাঝে
থাক না কিছু অভাব
একটুখানি আড়ি আড়ি আর
সারাজীবন ভাব
অনেক পাওয়ার মাঝে মাঝে
থাক না কিছু অভাব
একটুখানি আড়ি আর
সারাজীবন ভাব
আমার ভুবন তোমায় পেয়ে
আনন্দে যায় ছেয়ে
আমার ভুবন তোমায় পেয়ে
আনন্দে যায় ছেয়ে
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি
রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি
রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি
Song: Rag Je Tomar Misti
Movie: Pita Putra (1969)
Artiste: Hemanta Mukherjee and Sandhya Mukherjee
Music Director: Pabitra Chatterjee
Lyricist: Pronab Roy
Video from YouTube for Rag Je Tomar Misti :
https://www.youtube.com/watch?v=rIFNo2hVubs