কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা
আগুনেতে ছটা নাকি ছটায় আগুন বল না
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা
ছটায় কি ফুল ফোটে পরাণ পিদিম জ্বলে কি ওঠে
ছটায় কি ফুল ফোটে পরাণ পিদিম জ্বলে কি ওঠে
মনের পাখা গজালে হায় কাঁচের ছটায় খুলো না
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা
আগুনেতে ছটা নাকি ছটায় আগুন বল না
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা
চুড়িতে মোর নাইকো ছটা ছটা আছে আগুনে
আগুন আমার নাচে দেখো চুড়িতে নয় নয়নে
চুড়িতে মোর নাইকো ছটা ছটা আছে আগুনে
আগুন আমার নাচে দেখো চুড়িতে নয় নয়নে
সেই আগুনে ঝাঁপ দাও মনের পাখা পুড়িয়ে নাও
সেই আগুনে ঝাঁপ দাও মনের পাখা পুড়িয়ে নাও
চুড়ি চুড়ি পরে চুড়ি ভেঙে খেলি আমি খেলনা
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা
আগুনেতে ছটা নাকি ছটায় আগুন বল না
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা
কাঁচের চুড়ির ছটা খেয়াবাজের ছলনা
Song: Kancher Churir Chota
Film: Dak Harkara (1958)
Singer: Geeta Dutt
Lyricist: Tarashankar Banerjee
Music Composer: Sudhin Dasgupta
Director: Agragami
Star Casting: Biswajeet, Kali Banerjee, Sabitri Chatterjee, Sova Sen
Video from Youtube for Kancher Churir Chota :