Featured Video Play Icon

Hasnuhana | হাসনুহানা

Rupam

ও মৌ
তুমি জানো না যে মাঝরাতে
একঘেয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে।
জানি না কার কী যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে
আর ভুলে যাই পস্তাতে।
জীবন চলছে না আর সোজাপথে
দেখো আজও হাসি কোনওমতে
বেঁচে গেছি বলি হতে হতে।
হয়তো মরে গেলে হ’ত বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেল
জীবনের সেরা স্মৃতিগুলো?

স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে, আর হাত পাতে
আর ভেঙে পড়ে কান্নাতে
ফুটপাতে হয়ে দিশেহারা।
তার ভয়ে হই ঘরছাড়া
দিই পলায়নে আশকারা, আমায়
এই প্রাণ এইভাবে পলাতক হল
তবু যাবে কাঁহাতক বলো?
শেষ হয়ে গেলো পেট্রোলও।
থামি সুনশান ফাঁকা বাইপাসে
আর হৃদয়ের সার্কাসে
স্মৃতি দেয় দুয়ো আর হাসে।

বলো ঘৃণা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা
বলি শো কজ্টা দিতে জমা।
এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
আরে!! ফুটেছে হাসনুহানা।
তাকাও-
জীবন চলছে না আর সোজাপথে,
দেখো আজও হাসি কোনওমতে,
বেঁচে গেছি বলি হতে হতে
হয়তো মরে গেলে হ’ত বেশি ভাল,
কেন এত সুখ ফেলে গেল?
জীবনের সেরা স্মৃতিগুলো
এই প্রাণ এইভাবে পলাতক হ’ল
তবু যাবে কাঁহাতক বলো?
শেষ হয়ে গেলো পেট্রোলও।
থামি সুনশান ফাঁকা বাইপাসে
আর হৃদয়ের সার্কাসে
স্মৃতি দেয় দুয়ো আর হাসে।

Song: Hasnuhana
Artist: Rupam Islam-Fossils
Lyricist and Composer: Fossils

Video from YouTube for Hasnuhana :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *