Featured Video Play Icon

Anka Banka Pothe Jodi | আঁকা বাঁকা পথে যদি

Bilambita Loy (1970)

আঁকা বাঁকা পথে যদি
মন হয়ে যায় নদী
তীর ছুঁয়ে বসে থাকি না
আমাকে ধরে রাখি না
আঁকা বাঁকা পথে যদি
মন হয়ে যায় নদী
তীর ছুঁয়ে বসে থাকি না
আমাকে ধরে রাখি না

খোলা আকাশে্র নিচে
ছুটে চলি সারাবেলা
ছায়া দিয়ে পথ ঢাকি না
আমাকে ধরে রাখি না

ওই যাযাবর পাখি ডানা মেলে
পালকে কিছু লিখে দিয়ে গেল ফেলে
ওই যাযাবর পাখি ডানা মেলে
পালকে কিছু লিখে দিয়ে গেল ফেলে
ওখানে ভেসে গেছি ও দলে মিশে গেছি
কাউকে পিছু ডাকি না ও

আঁকা বাঁকা পথে যদি
মন হয়ে যায় নদী
তীর ছুঁয়ে বসে থাকি না
আমাকে ধরে রাখি না

এই যে দূর থেকে আরও দূরে এসে
নিজেকে নিয়ে চলি নামহারা দেশে
পাথেয় হল শুধু পথেরই ভালোবাসা
কাউকে পিছু ডাকি না ও

আঁকা বাঁকা পথে যদি
মন হয়ে যায় নদী

Song: Anka Banka Pothe Jodi
Movie : Bilambita Loy (1970)
Producer : Ajoy Basu, Anil Shah
Director : Agragami
Cinematographer : Krishna Chakraborty
Story : Narendranath Mitra
Music Director : Nachiketa Ghosh
Lyricist : Pulak Bandyopadhyay, Gulzar
Playback: Aarti Mukherji
Star Cast : Uttam Kumar, Supriya Devi, Asit Baran

Video from YouTube for Anka Banka Pothe Jodi:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *