Folk Songs Bodhu Kon Alo Laglo Chokhe | বঁধু, কোন আলো লাগল চোখে বঁধু, কোন আলো লাগল চোখে ! বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে ! ছিল মন তোমারি প্রতিক্ষা করি যুগে যুগে দিন রাত্রি ধরি Amra Notun Jouboneri Dut | আমরা নতুন যৌবনেরই দূত আমরা নতুন যৌবনেরই দূত । আমরা চঞ্চল আমরা অদ্ভূত । আমরা বেড়া ভাঙি , আমরা অশোকবনের রাঙা নেশায় রাঙি । ঝঙ্ঝার বন্ধন Bidhir Bandhon Katbe Tumi | বিধির বাঁধন কাটবে তুমি বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান - তুমি কি এমনি শক্তিমান ! আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান - তোমাদের এমনি অভিমান ।। চিরদিন টানবে Ami Poth Bhola Ek Pothik Esechi | আমি পথ ভোলা এক পথিক এসেছি 'আমি পথ ভোলা এক পথিক এসেছি । সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা আমায় চেন কি ।' 'চিনি তোমায় চিনি, নবীন Ore Grihobasi Khol Dwar Khol | ওরে গৃহবাসী খোল, দ্বার খোল ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগলো যে দোল । স্থলে জলে বনতলে লাগলো যে দোল । দ্বার খোল, দ্বার খোল ।। Ektuku Chowa Lage | একটুকু ছোঁয়া লাগে একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি - তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী ।। কিছু পলাশের নেশা কিছু বা চাঁপায় মেশা, Akash Amay Bhorlo Aloy | আকাশ আমায় ভরল আলোয় আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে সুরের আবীর হানব হাওয়ায়, নাচের আবীর হাওয়ায় হানে ।। ওরে পলাশ, ওরে পলাশ, Mor Bina Othe | মোর বীনা ওঠে মোর বীনা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল চন্ধে । মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে ।। Ore Bhai Phagun Legeche Bone Bone | ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে - ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে ।। রঙে রঙে রঙিল আকাশ , Ore Aye Re Tobe Mat Re Sobe Anonde | ওরে আয় রে তবে, মত রে সবে আনন্দে ওরে আয় রে ওরে আয় রে তবে, মাত রে সবে আনন্দে আজ নবীন প্রানের বসন্তে । ওরে Phagun Haway Haway | ফাগুন, হাওয়ায় হাওয়ায় ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান - তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান - আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেঁড়া Kothao Amar Hariye Jaour Nei Mana | কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে । মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে । কোথাও আমার Nodi Vora Dheou Bojho Nato Keou | নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ কেন মায়ার তরী বাও বাও গো ভরসা করি এ ভব কাণ্ডারী অবেলার বেলা পানে Sohe Na Jatona | সহে না যাতনা সহে না যাতনা দিবস গণিয়া গণিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে— সখা হে, এলে না । সহে না Jaat Gelo Jaat Gelo Bole | জাত গেল জাত গেল বলে জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা ! সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না না Satya Bol Supothe Chol | সত্য বল সুপথে চল সত্য—সুপথ না চিনিলে পাবিনে মানুষের দরশন ওরে আমার মন । সত্য বল সুপথে চল ওরে আমার মন ।। খরিদ্দার মহাজন Emon Manob Janom R Ki Hobe | এমন মানব জনম আর কি হবে এমন মানব জনম আর কি হবে ? মন যা কর ত্বরায় কর এই ভবে।। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই শুনি Tin Pagoler Holo Mela | তিন পাগলে হলো মেলা তিন পাগলে হলো মেলা নদে এসে- তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।। একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা Kori Mana Kaam Chare Na | করি মানা কাম ছাড়েনা করি মানা কাম ছাড়েনা মদনে প্রেম রসিকা হব কেমনে ?। এই দেহেতে মদন রাজা চালায় হুজুরি কর আদায় করে নিয়ে Dhonno Dhonno Boli Tare | ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে । বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে ।। সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো Dine Dine Holo Amar Dine Aakheri | দিনে দিনে হলো আমার দিন আখেরি দিনে দিনে হলো আমার দিন আখেরি । আমি কোথায় ছিলাম কোথায় এলাম সদাই ভেবে মরি ।। বসত করি দিবা রাতে Somoy Gele Sadhon Hobe Na | সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না । দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না ।। জানো না মন খালে বিলে থাকে Jekhane Sair Baramkhana | যেখানে সাঁইর বারামখানা যেখানে সাঁইর বারামখানা । শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজাঙ্গনা ।। যা ছুঁইলে প্রাণে মরি এই জগতে তাইতে তরি Dekhna Mon Jhak Mari | দেখ না মন ঝাকমারি পরিয়ে কৌপনি ধ্বজা মজা উড়ালো ফকিরী । দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি ।। বড় আশার বাসা এ ঘর পড়ে « Previous 1 … 28 29 30 31 32 33 Next »