Featured Video Play Icon

Ektarate Bendhe Dile | একতারাতে বেঁধে দিলে

puratani Ramkumar Chattopadhyay Tappa

একতারাতে বেঁধে দিলে
দোতারারই সুর
একই দেহে রাম,
আর কৃষ্ণ সুমধুর।
একই দেহে রাম,
আর কৃষ্ণ সুমধুর।

সরযু নদীতে নেমে,
দেহ শীতল হয়;
আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে,
প্রেম যমুনা বয়(গো)।
সরযু নদীতে নেমে,
দেহ শীতল হয়;
আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে,
প্রেম যমুনা বয়।
শান্তি বারি দু’টির বুকে,
ক্লান্তি করে দূর।
একই দেহে রাম
আর কৃষ্ণ সুমধুর।
একতারাতে বেঁধে দিলে,
দোতারারই সুর;
একই দেহে রাম,
আর কৃষ্ণ সুমধুর।

জীবে-শিবে এক করে,
ঘুচালে বিভেদ;
সরল কথায় সৃষ্টি করে,
গেলে পঞ্চবেদ।
জীবে-শিবে এক করে,
ঘুচালে বিভেদ;
সরল কথায় সৃষ্টি করে,
গেলে পঞ্চবেদ।
অবতার বরিষ্ঠায়
তোমাদের প্রনাম।
একি দেহে কৃষ্ণ তুমি,
একি দেহে রাম।(গো)
একি দেহে রাম।
অবতার বরিষ্ঠায়,
তোমাদের প্রনাম;
একি দেহে কৃষ্ণ তুমি,
একি দেহে রাম।
সরল কথা শুনে
লোকের ভ্রান্তি হলো দূর
একই দেহে রাম
আর কৃষ্ণ সুমধুর।

একতারাতে বেঁধে দিলে,
দোতারারই সুর
একই দেহে রাম
আর কৃষ্ণ সুমধুর।

Song: Ektarate Bendhe Dile
Artist: Ramkumar Chattopadhyay
Type: Tappa(টপ্পা)

Video from YouTube for Ektarate Bendhe Dile :
https://youtu.be/4SRrn4hUp3w

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *