তোমার জন্য রয়েছে রাখা
হাজার আলো বছর মাখা পাখির পাখা।
তোমার জন্য আদিম গুহায়
প্রথম তুলি টানের ছবি রয়েছে আঁকা।
তোমার জন্য গুটি গুটি
পাথর যুগের প্রজাপতি মেলল ডানা।
তোমার জন্য বরফ গলে
আকাশ নীলে ছড়িয়ে দিল বৃষ্টি দানা।
তোমার জন্য রয়েছে রাখা
হাজার আলো বছর মাখা পাখির পাখা।
তোমার জন্য আদিম গুহায়
প্রথম তুলি টানের ছবি রয়েছে আঁকা।
তোমার জন্য গুটি গুটি
পাথর যুগের প্রজাপতি মেলল ডানা।
তোমার জন্য বরফ গলে
আকাশ নীলে ছড়িয়ে দিল বৃষ্টি দানা।
তাই তোমার জন্যে রেখে গেলাম পৃথিবীর চাবি
হাতে রেখো এটাই আমার দাবি।
তাই তোমার জন্যে রেখে গেলাম পৃথিবীর চাবি
হাতে রেখো এটাই আমার দাবি।
জানি এখন তোমার ঘরে একলা জীবন গুমরে মরে বিপন্নতায়
জানি তোমার মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের দৃশ্যমুখর অস্থিরতায়।
তবুও যদি একটিবারও দুচোখ মেলে দেখতে পারো
পাখির ডানায় আকাশ জলের ছবি-
তখন বুঝবে তোমার হাতেই আছে এই পৃথিবীর চাবি
হাতে রেখো এটাই আমার দাবি।
তাই তোমার জন্যে রেখে গেলাম পৃথিবীর চাবি
হাতে রেখো এটাই আমার দাবি।
যখন তুমি এ গান শুনে নেবে তোমার পাঁজর ভরে দমকা বাতাস
তখন তোমার উঠোন জুড়ে খেলবে নদী দুলবে হাওয়ায় রক্তপলাশ।
খুঁজে পাবে তোমার ভাষা ছোঁবে তোমায় ভালোবাসা
বুকের পাথর ভাঙবে দেখো সবই-
তখন তোমার হাতেই পাবে এই পৃথিবীর চাবি
হাতে রেখো এটাই আমার দাবি।
তাই তোমার জন্যে রেখে গেলাম পৃথিবীর চাবি
হাতে রেখো এটাই আমার দাবি।
তাই তোমার জন্যে রেখে গেলাম স্বপ্নলোকের চাবি
হাতে রেখো এটাই আমার দাবি।
তোমার হাতেই রেখে গেলাম এই পৃথিবীর চাবি
হাতে রেখো এটাই আমার দাবি।
Song: prithibir chabi
Artist: Srikanto Acharya
Composer: Srikanto Acharya
Video from YouTube for prithibir chabi :