তোর সাথে যে নদীর অনেক মিল
নদীর নামে তোকে যে তাই ডাকি
রোদ পড়লেই নদীটা ঝিলমিল
তোকে ভেবেই নদীর ছবি আঁকি, ছবি আঁকি।
তোর সাথে যে নদীর অনেক মিল
চোখ দুটো তোর দুষ্টুমিতে ভরা
মেঘ দেখলেই মুখটা ব্যাজার বন্ধ লেখাপড়া
চোখ দুটো তোর দুষ্টুমিতে ভরা
মেঘ দেখলেই মুখটা ব্যাজার বন্ধ লেখাপড়া
ঢেউয়ের মতো আসছি বলে কখন যে দিস ফাঁকি
রোদ পড়লেই নদীটা ঝিলমিল
তোকে ভেবেইনদীর ছবি আঁকি, ছবি আঁকি।
আ আ আ আ আ
বোঝে না তোর মনের খেয়াল খুশি
আকাশ ঝুঁকেই বলছে তবু তোকেই ভালোবাসি
বোঝে না তোর মনের খেয়াল খুশি
আকাশ ঝুঁকেই বলছে তবু তোকেই ভালোবাসি
হারিয়ে যাক তোর চোখেতেই আমার গানের পাখি
রোদ পড়লেই নদীটা ঝিলমিল
তোকে ভেবেইনদীর ছবি আঁকি, ছবি আঁকি।
ছবি আঁকি, ছবি আঁকি।
Song: Nodir Chobi Anki
Artist: Srikanto Acharya
Lyrics: Sanjoy Banik
Composer: Joy Sarkar
Video from YouTube for Nodir Chobi Anki :
https://www.youtube.com/watch?v=91bMHOegmFE