Featured Video Play Icon

Mori Ki Afsose | মরি কি আফসোসে

puratani Ramkumar Chattopadhyay

মরি কি আফসোসে তোমায় ভালবেসে
মরি কি আফসোসে তোমায় ভালবেসে
বিধুমুখী এই কি তোমার ভালবাসার গুণ?
মরি কি আফসোসে তোমায় ভালবেসে
মরি কি আফসোসে তোমায় ভালবেসে
বিধুমুখী এই কি তোমার
বিধুমুখী এই কি তোমার ভালবাসার গুণ?
মরি কি আফসোসে তোমায় ভালবেসে
মরি কি আফসোসে তোমায় ভালবেসে।

যখন যার কাছে থাকো, কাছে থাকো
যখন যার কাছে থাকো
তখন তার মন রাখো।
যখন যার কাছে থাকো
তখন তার মন রাখো।
ওই হবিষ্যির মালসার মত
তোমার হবিষ্যির মালসার মত
চাই নিত্যই নতুন
চাই নিত্যই নতুন।
ওরে বিধুমুখী এই কি রে তোর ভালোবাসার গুণ?
ওরে বিধুমুখী এই কি রে তোর ভালোবাসার গুণ?

মরি কি আফসোসে তোমায় ভালবেসে
মরি কি আফসোসে তোমায় ভালবেসে
বিধুমুখী এই কি তোমার ভালবাসার গুণ?
মরি কি আফসোসে তোমায় ভালবেসে
মরি কি আফসোসে তোমায় ভালবেসে

Song: Mori Ki Afsose
Lyricist: Girish Chandra Ghosh
Composer and Artist: Ramkumar Chattopadhyay

Video from YouTube for Mori Ki Afsose:
https://youtu.be/fRV0x1I0jSA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *