Featured Video Play Icon

Ekta Gan Likho Amar Jonno | একটা গান লিখো আমার জন্য

Pratima Bandopadhyay

একটা গান লিখো আমার জন্য।
একটা গান লিখো আমার জন্য।
নাহয় আমি তোমার কাছে ছিলেম অতি নগন্য।
একটা গান লিখো আমার জন্য।

সে গান যেন আমায় উজাড় করে নেয়,
সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়।
আমি যেন হই তোমার মাঝে ধন্য,
নাহয় আমি তোমার কাছে ছিলেম অতি নগন্য।
একটা গান লিখো আমার জন্য।

আমি ছিলেম তোমার প্রেমের প্রথম স্বপ্ননায়িকা-
লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দলিপিকা।
সে দিন আজও আমার মনে পড়ে যায়,
তেমন করে যেন আমায় খুঁজে পায়।
জীবন তরী যে বোঝাই সহজ পন্য।
নাহয় আমি তোমার কাছে ছিলেম অতি নগন্য।
একটা গান লিখো আমার জন্য।
একটা গান লিখো আমার জন্য।

Song: Ekta gan likho amar jonno
Artist: Pratima Bandyopadhyay
Composer: Sudhin Dasgupta
Lyricist: Subir Hazra

Video from YouTube for Ekta gan likho amar jonno:
https://youtu.be/sruRzrhBOig

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *