ভালবাসার আগুন জ্বালাও ঝাড়বাতিটা নিভিয়ে দাও
চোখের থেকে বিজলি ছোঁড়ো ওড়নাটাকে সরিয়ে নাও
ভালবাসার আগুন জ্বালাও
ভালবাসার আগুন জ্বালাও ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও
চোখের থেকে বিজলি ছোঁড়ো ওড়নাটাকে সরিয়ে নাও
ভালবাসার আগুন জ্বালাও ভালবাসার আগুন জ্বালাও
রূপেরই ওই রোশনি তোমার সবকিছু আজ পুড়িয়ে দাও
কাহিনিটা শেষ না করে জীবনটা নয় ফুরিয়ে যাক
আজ সময়টাকে কয়েদখানায় বন্দি কেন করতে যাও
চোখের থেকে বিজলি ছোঁড়ো ওড়নাটাকে সরিয়ে নাও
ভালবাসার আগুন জ্বালাও
ভালবাসার আগুন জ্বালাও
দুটি চোখের বিষ পেয়ালায় মরণ খেলা করছে ওই
তুফান তুলে পায়ের নুপুর কর গুনে বোল ধরছে ওই
ওই বাজপাখিতার মত ওকে আজ ঝড়ের মুখে উড়তে দাও
চোখের থেকে বিজলি ছোঁড়ো ওড়নাটাকে সরিয়ে নাও
ভালবাসার আগুন জ্বালাও ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও
চোখের থেকে বিজলি ছোঁড়ো ওড়নাটাকে সরিয়ে নাও
ভালবাসার আগুন জ্বালাও
ভালবাসার আগুন জ্বালাও
হা জি টা থুম না তাটা তাক্তা থুম না তাটা
তাকেতে থুম না তাকেটে ধাগেটে থেই
ধাগেতেটে ধেই তাক তাক থেই
ধাগেতেটে ধেই তাক তাক থেই
ধি ধাগেতেটে ধি ধাগেতেটে ধেই
ধিন না নাতিন তিন না
ধিন না না ধিন ধিন না
তারা দিম তারা দিম তারা দিম তা তারে তারে তাম দিতানি
তারা দিম তারা দিম তারা দিম তা তারে তারে তাম দিতানি
ওদানি ওদানি তানি তাদারে তাদারে তানি
অদানা দিম তানানা নানা
অদানা দিম তানানা নানা
দাদারে দাদারে তানি
তাকেটেতাক তা তেরে তাক তেরে তাক তুম
তা কেটে তাক তেরে কেটে তাক তুম তাক তুম
তা কেটে তাক তেরে কেটে তাক তুম তাক তুম
তারা দিম তারা দিম তারা দিম তা তারে তারে তাম দিতানি
তারা দিম তারা দিম তারা দিম তা তারে তারে তাম দিতানি
দানি ওদানি তানি তাদারে তাদারে তানি
অদানা দিম তানানা নানা
অদানা দিম তানানা নানা
দাদারে দাদারে তানি
তাকেটেতাক তা তেরে তাক তেরে তাক তুম
তা কেটে তাক তেরে কেটে তাক তুম তাক তুম
তা কেটে তাক তেরে কেটে তাক তুম তাক তুম
তারা দিম তারা দিম তানা দিম দিম দিম দিম দিম তানানানা
দেরদে দিম তানানানা নানা
দেরদে দিম তানানানা নানা
দেরদে দিম তানা দিম তানা দিম তানা
দিম দিম দিম তানা নানা নানা
দেরদে দিম তানা দিম তানা দিম তানা
দুম তানা দুম তানা দুম তানা নানা নানা
দুম না দুম না দুম না দুম দুম দুম তানা নানা নানা
দের দে দুম দের দে দুম
দের দে দুম দের দে দুম
দুম না
দুম না দুম না দুম না
Song: Bhalobasar Agun Jalao
Film : Sanyasi Raja (1975)
Singer : Manna Dey
Music Director : Nachiketa Ghosh
Lyricist : Gauriprasanna Mazumder
Director : Pijush Basu
Starcast : Uttam Kumar, Supriya Chowdhury, Tarun Kumar, Swapan Kumar
Video from YouTube for Bhalobasar Agun Jele :