টাপুর টুপুর বৃষ্টি নুপুর জলছবিরই গায়ে,
তুই যে আমার একলা আকাশ,
মেঠো সুরের ছাই রে
মেঠো সুরের ছাই।
রং বেরঙের বেলোয়ারি, সাত-রঙা রং মুখ।
তোর মুখেতেই লুকিয়ে আছে
জীবনভরের সুখ রে
জীবনভরের সুখ।
যখন শিমুল পলাশ ঝড়বে পথে
দুলবে হাওয়া বুকে,
থাকবো দুজন-দুজনাতে শপথ নিয়ে সুখে।
যখন শিমুল পলাশ ঝড়বে পথে
দুলবে হাওয়া বুকে,
থাকবো দুজন-দুজনাতে শপথ নিয়ে সুখে।
গাইবো তোরই দৃষ্টি পানে
এক সুরেরই গান।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর জলছবিরই গায়ে,
তুই যে আমার একলা আকাশ,
মেঠো সুরের ছাই রে
মেঠো সুরের ছাই।
কেমন করে এমন হল যা হতো না আগে,
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে,
কেমন করে এমন হল যা হতো না আগে,
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে,
বলি ও সজনী,
বলি ও সজনী, তোর হাতে যে
আমার জীবনটাই।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর জলছবিরই গায়ে,
তুই যে আমার একলা আকাশ,
মেঠো সুরের ছাই রে
মেঠো সুরের ছাই।
হুম হু –
হুম হু –
Song: Tapur Tupur
Movie: Rosogolla (2018)
Lyrics, Music, Singer: Arnab Dutta
Strokes and dotara: Tapas Roy
Producers: Nandita Roy, Shiboprosad Mukherjee
Video from YouTube for Tapur Tupur: