ঢাকের তালে কোমর দোলে
খুশীতে নাচে মন,
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন।
ঢাকের তালে কোমর দোলে
খুশীতে নাচে মন,
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন।
মায়ের রুপে মন ভরে যায়
প্রনাম জানা ঐ রাঙা পায়
ওরে ধুনচি দু’হাতে নাচরে এখন।
ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন,
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন।
বলো দূর্গা মাইকি জয়,
আরে বলো দূর্গা মাইকি জয়,
বলো দূর্গা মাইকি জয়,
আরে বলো দূর্গা মাইকি জয়।
আসবে আমার মা বছর পরে,
দু’চোখ তবু হায় জলে ভরে,
আসবে মা লক্ষ্মী ক’দিন পরে
মন যে তবু হায় কেমন করে।
আমি জানাবো মাকে জানাবো
আজ আমার এ মনের আশা।
যেন এ মনে এই জীবনে
থাকে এমন এ ভালোবাসা।
মায়ের ভাসান হবে রে আজ
চলছে বরন আরতি নাচ,
ঢ্যাং কুরাকুর ঢ্যাং কুরাকুর
তোলরে মাতন।
ঢাকের তালে কোমর দোলে
খুশীতে নাচে মন,
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন।
আমি জানিনা কেন জানিনা
আজ নিজেকে নতুন লাগে,
মন সেজেছে রং লেগেছে
এত খুশী দেখেনি আগে।
আমি পেয়েছি ফিরে পেয়েছি
কত দিনের পরে এই হাসি,
তাই মনে হয় শুধু মনে হয়
যেন এভাবে সুখে ভাসি।
বরন শেষে সিঁদুর খেলা
থাকবে মনে বিদায় বেলা
আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন।
ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন,
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন।
বলো দূর্গা মাইকি জয়,
আরে বলো দূর্গা মাইকি জয়,
বলো দূর্গা মাইকি জয়,
আরে বলো দূর্গা মাইকি জয়।
Song: Dhaker Tale Komor Dole
Movie: Poran Jai Jolia Re (2009)
Director: Ravi Kinagi
Music Director: Jeet Gannguli
Singers: Abhijeet Bhattacharya, Parinita, Sudipto
Lyricist: Priyo Chattopadhyay
Music Label : SVF Music
Star Casting: Dev, Subhashree & Others
Video from YouTube for Dhaker Tale Komor Dole:
I shall be pleased if you give me the swaralipi of this song to my email below.
swaralipi chai
Mind blowing song. Being 83(1941) still I enjoyed this song very much after pretty long interval. Thanks a lot to singer, writer and music composer for this song. Obliged if I get the lyrics of this song. D.B.Dutta.