Featured Video Play Icon

Ayenate Oi Mukh | আয়নাতে ঐ মুখ

Nacher Putul (1971)

আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে।

আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে।

মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ
কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে
হৃদয়ের কাছে সে রয় অলোকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।

আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে।

জানিনা এখন তুমি কার কথা ভাবছো
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো
তুমি কি তারে ভালোবাসবে
ধরা যদি দেয় সে একপলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।

আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে।

Song: Aynate oi mukh
Artist: Mahmudunnabi(1971), Mahtim Shakib(Remake)(2018)
Movie name: Nacher Putul(1971)
Directed: Ashok Ghosh
Lyricist: Mohammad Moniruzzaman and KG Mustafa
Music: Robin Ghosh
Staring: Razzak, Shabnam

Video from YouTubr for Aynate oi mukh :
https://youtu.be/E-xRtC7sYg4
https://youtu.be/0SJVh5mn7pc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *