মধু বনে বাঁশি বাজে রাধা হল বেমনা
ও মন কেন মানে না রাধা বাঁশি ছাড়া জানে না
মন কেন রাধা মন কেন মানে না মানে না
রাধা বাঁশি ছাড়া জানে না
মধু বনে বাঁশি বাজে
উদাসী দুটি নয়নতারা আবেশে রাধা আপনহারা
উদাসী দুটি নয়নতারা আবেশে রাধা আপনহারা
মন মধুবনে যে বাঁশি শোনে
মন মধুবনে যে বাঁশি শোনে
সে তো কিছু আর শোনে না
সে তো কিছু আর শোনে না
রাধা বাঁশি ছাড়া জানে না
মধু বনে বাঁশি বাজে রাধা হল বেমনা
মন কেন মানে না মানে না রাধা বাঁশি ছাড়া জানে না
সারেমাপা নিধাসা
মাপানিসারে
নিনিনিনি ধানিসা
রাধা বাঁশি ছাড়া জানে না
মারে পামা নিপা সানি রেসা
রেসানিপা মারেনি
নিনি রেরে মা রেমাপাধানি
রাধা বাঁশি ছাড়া জানে না
কেন ডাকো বলে রাধা হায় অভিসারে যেতে বাধা
কেন ডাকো বলে রাধা
মালা ভেসে যায় যমুনা জলে
মালা ভেসে যায় যমুনা জলে
মালা ভেসে যায় যমুনা জলে
মালা ভেসে যায় যমুনা জলে
মুকুতা ঝরে দুটি কপলে
মোহনিয়া বাঁশি কাঁটাতে জ্বলে
মোহনিয়া বাঁশি কাঁটাতে জ্বলে
প্রাণে তবু দেখা আনে না
প্রাণে তবু দেখা আনে না
রাধা বাঁশি ছাড়া জানে না
গারেমাপা নিপামাপা
মাপানিসা রেসানিসা
নিনি পাপা মাসারে পামারে
রাধা বাঁশি ছাড়া জানে না
মধু বনে বাঁশি বাজে আ আ আ আ
মধু বনে বাঁশি বাজে রাধা হল বেমনা
মন কেন মানে না মানে না রাধা বাঁশি ছাড়া জানে না
মধু বনে বাঁশি বাজে
Song: Madhubone Banshi Baje
Movie: Megh Kalo (1970)
Artist: Asha Bhosle
Music Director: Pabitra Chatterjee
Lyricist: Pronab Roy
Director: Sushil Mukherjee
Starcast : Basanta Chowdhury, Suchitra Sen, Bikash Roy
Video from YouTube for Madhubone Banshi Baje :