সিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্ব ডিম্ব
গায়ে লাগে চ্যাকা ভ্যাবাচাকা
হাম্বা হাম্বা ডিগ ডিগ ডিগ ডিগ
দাও ভাই নাকে এক টিপ নস্যি
খাও তারপরে এক মগ লস্যি
লাগে জুরিজুরি সুরসুরি
হাচ্ছো হাচ্ছো ছিঁক ছিঁক ছিঁক ছিঁক
সিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্ব ডিম্ব
গায়ে লাগে ছেঁকা ভ্যাবাচাকা
হাম্বা হাম্বা ডিগ ডিগ ডিগ ডিগ
হা হা হাহ হাহ হা হা
দুই পায়ে পড়ে নাগরা যাও নয় হেঁটে আগ্রা
জামতলা আমতলা নিমতলা পথে পাবে
নয় নয় এতো ঠাট্টা খাও পেট ভরে গাট্টা
কাঁচকলা কানমলা খাও তুমি কতো খাবে
কাঁচকলা কানমলা খাও তুমি কতো খাবে
টক টক টক টক করে টক্কা
আর কতো দুরে বাগদাদ মক্কা
গায়ে লাগে ছেঁকা ভ্যাবাচাকা
হাম্বা হাম্বা ডিগ ডিগ ডিগ ডিগ
সিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্ব ডিম্ব
গায়ে লাগে ছেঁকা ভ্যাবাচাকা
হাম্বা হাম্বা ডিগ ডিগ ডিগ ডিগ
হা হা হাহ হাহ হা হা
গোলগাল বিশু নন্দী দিন রাত আঁটে ফন্দী
ঝুড়ি ঝুড়ি ভুঁড়ি ভুঁড়ি বড়ো বড়ো কথা বলে
তাগরাই বেঁটে বড়দা খায় পান সাথে জরদা
গুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চ্লে
গুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চ্লে
এ বাড়ির খেঁদি চায় ভুরু কুঁচকে
ও বাড়ির খ্যাঁদা হাসে মুখ মুচকে
গায়ে লাগে ছেঁকা ভ্যাবাচাকা
হাম্বা হাম্বা ডিগ ডিগ ডিগ ডিগ
হাম্বা হাম্বা ডিগ ডিগ ডিগ ডিগ
হাম্বা হাম্বা ডিগ ডিগ ডিগ ডিগ
ইকআপিদি হারা কিদি হুম্বাডুবা লুপা কুম
এই ঝুকুমাকু ঝুকুমাকু ঝিন লাকে
এই ঝুকুমাকু ঝুকুমাকু ঝিন লাকে
আরে রে রে আরা রো ইয়া হো হো হো
আরে রে রে আরা রো ইয়া হো হো হো
লা লা লা লা লা লা লা লা
ডুম টাকা ডুম টাক ডুম টাক
লা লা লা লা লা লা লা লা
ডুম টাকা ডুম টাক ডুম টাক
Song Name : Shing Nei Tobu Naam Tar Singha
Artist : Kishore Kumar
Lyricist : Gauriprasanna Mazumder
Music Director : Hemanta Mukherjee
Movie : Lukochuri (1958)
Director : Kamal Mazumder
Star Cast : Kishore Kumar, Mala Sinha, Anita Guha, Nripati Chatterjee
Video from YouTube for Shing Nei Tobu Naam Tar Singha :