মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে।
মনে পড়ে যায়, মনে পড়ে যায়,
মনে পড়ে যায় সেই প্রথম দেখারো স্মৃতি।
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথী।
দুজনার দুটি পথ মিশে গেলো,
এক হয়ে নতুন পথের বাঁকে
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে।
সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে,
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে।
ভেঙে গেছে হায়, ভেঙে গেছে হায়
মধুর মিলন মেলা।
ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙেরো খেলা।
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেলো,
আকাশ কি মনে রাখে।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে।।
Song: Muche Jaoa Dinguli
Movie : Lukochuri (1958)
Artist : Hemanta Mukherjee
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Gauriprasanna Mazumder
Director : Kamal Mazumder
Starcast : Kishore Kumar, Mala Sinha, Anita Guha, Nripati Chatterjee
Video from YouTube for Muche Jaoa Dinguli :