এই শোনো তুমি শুনতে পাচ্ছো কি ?
রাতের তারাগুলো গুনতে পারছ কি ?
এই তোমার আমার এক মলাটের রাত
আর শিশির ভেজা ছুঁয়ে দিলে হাত।
যে পথে হেঁটে যাও কখনো থেমে যাও
আসলে ভুলে যাও কি পেতে চাও।
তুমিও আমাকে যে কোনো পোশাকে
ভালোবেসে ফেলেও মুখ লোকাও।
যদি রেখে দিতে পারো
থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না।
যদি রেখে দিতে পারো
থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না।
যত কাছাকাছি কাছে থাকা যায়
যদি একটা-দুটো ইচ্ছে রাখা যায়
তুমি ঘাসের ওপর যেই ফেলেছ পা
আমার অন্য কিছু ভালো লাগছে না
যে পথে হেঁটে যাও কখনো থেমে যাও
আসলে ভুলে যাও কি পেতে চাও।
তুমিও আমাকে যে কোনো পোশাকে
ভালোবেসে ফেলেও মুখ লোকাও।
যদি রেখে দিতে পারো
থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না।
যদি রেখে দিতে পারো
থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না।
যে পথে হেঁটে যাও কখনো থেমে যাও
আসলে ভুলে যাও কি পেতে চাও।
তুমিও আমাকে যে কোনো পোশাকে
ভালোবেসে ফেলেও মুখ লোকাও।
যদি রেখে দিতে পারো
থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না।
যদি রেখে দিতে পারো
থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না।
Song: Ei Shono Tumi Shunte Pachcho Ki
Artist, Music Director and Lyricist: Anupam Roy
Movie: Jomer Raja Dilo Bor (2015)
Director: Abir Sengupta
Star Casting: Payel Sarkar, Abir Chatterjee, Rajatava Dutta, Kharaj Mukherjee, Laboni Sarkar
Video from YouTube for Ei Shono Tumi Shunte Pachcho Ki :