মহারাজা! তোমারে সেলাম,
সেলাম, সেলাম।
মোরা বাংলাদেশের থেকে এলাম।
মোরা বাংলাদেশের থেকে এলাম।
মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই,
মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই,
মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই,
মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই,
মহারাজা, রাজামশাই।
তবে জানা আছে ভাষা অন্য,
তোমাদের শুনাইয়ে ধন্য,
এসেছি তাহারি জন্য, রাজা।
তবে জানা আছে ভাষা অন্য,
তোমাদের শুনাইয়ে ধন্য,
এসেছি তাহারি জন্য, রাজা।
মহারাজ!
মোরা সেই ভাষাতেই করি গান,
মোরা সেই ভাষাতেই করি গান,
রাজা শোন ভরে মন প্রাণ।
রাজা শোন ভরে মন প্রাণ।
এ যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা
তালেরই ভাষা, আনন্দেরই ভাষা
এ যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা
তালেরই ভাষা, আনন্দেরই ভাষা
ভাষা এমন কথা বলে বোঝা রে সকলে
এমন কথা বলে বোঝা রে সকলে
উঁচা-নিচা ছোট বড় সমান
রাজা উঁচা-নিচা ছোট বড় সমান।
মোরা এই ভাষাতেই করি গান
এই ভাষাতেই করি গান
করি গান!
মহারাজা তোমারে সেলাম।
Song: Maharaja Tomare Selam
Movie: Goopy Gyne Bagha Byne (1969)
Artist: Anup Ghoshal
Music Director: Satyajit Ray
Lyricist: Satyajit Ray
Star Casting: Tapen Chatterjee ,Rabi Ghosh ,Santosh Dutta ,Jahor Roy
Video from YouTube for maharaja tomare selam :