বলে দিলি তুই আমি কিচ্ছু পারি না।
সাদাকালো সমাজে আমি বাঁচতে জানি না।
বলে দিলি তুই আমি কিচ্ছু পারি না।
সাদাকালো সমাজে আমি বাঁচতে জানি না।
তাড়াতে পারি না,আমায়
তোর কাছ থেকে-
সত্যি না হলেও
বানিয়ে বলে দে তুই
হয়ে ছোট্ট একটা পালক
আজ জানলা খুলে দে তুই।
কাল ভেজানোর দিনে এইতো সবে এলি
হয়ে কাক ভেজানোর স্নান প্লিজ যাস না চলে।
হলে হবে আড়ি – নয়তো ভাব
তোর সাথে।
হুম তোর সাথে।
ভালো থাকিস ভালোবাসায়
চোখেতে জল আনিস না আর।
দেখ আমার ফিরে আসার হয়ে এলো সময়
দেখ আবার, তোর সাথে।
হুম তোর সাথে।
হয়ে যা তুই হঠাৎ ভালো
হয়ে যা তুই আকাশ কালো।
আমি হবো সে রাজকুমার
রাতে জ্বেলে রাখা পাশের আলো।
তোর কাছে।
হুম তোর সাথে।
Song: Tor Sathe
Artist: Sudipto Chowdhury
Movie: Generation Ami (2018)
Director: Mainak Bhaumik
Music Director: Arindom Chatterjee
Lyrics: Prasen
Guitar: Ankur Mukherjee
Star Casting: Aparajita Adhya, Sauraseni Maitra, Rwitobroto Mukherjee, Lily Chakraborty
Video from YouTube for Tor Sathe: