ওম জয়ং দেহি মা
বলম দেহি মা
রুপম দেহি মা
যশ দেহি মা
আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান
জগৎ জননী মাকে করে আহ্বান
জগৎ জননী মাকে করে আহ্বান
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ জননী মাকে করে আহ্বান
জগৎ জননী মাকে করে আহ্বান
মনের মুকুরে ভাসে তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
তোমারি সে আলো ভরা মধু মুখ খান
মায়ের মুরতি ধরে জাগো তুমি জাগো
মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো
আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান
জগৎ জননী মাকে করে আহ্বান
জগৎ জননী মাকে করে আহ্বান
ওম শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো
পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো
শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো
পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো
নীল আকাশে তুমি জাগো
মধু ভাসে তুমি জাগো
দশপ্রহরণ ধরে জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো
মায়ের মুরতি ধরে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ জননী মাকে করে আহ্বান
মনের ও মুকুরে ভাসে তোমারি সে আলো ভরা মধু মুখ খান
তোমারি সে আলো ভরা মধু মুখও খান
মায়ের মুরতি ধরে জাগো তুমি জাগো
মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো
আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান
জগৎ জননী মাকে করে আহ্বান
জগৎ জননী মাকে করে আহ্বান
Song: Aj Baje Mono Majhe
Singer : Somchanda Bhattacharya
Movie(Family drama) : Durga Sohay(2017)
Director: Arindam Sil
Lyricist : Sugato Guha
Music by : Pt. Bickram Ghosh
Video from YouTube for Aj Baje Mono Majhe :
Good