ও ঝিংনানা ঝিংনানা ঝিংনানা ঝিংনানা রে
ঝিংনানা ওহ ঝিংনানা আরে ঝিংনানা ঝিংনানা রে
ঝিংনানা ওহে ঝিংনানা এহে ঝিংনানা ঝিংনানা রে।
গাঙে ঢেউ খেলে যায়
ও কন্যা মাছ ধরিতে আয়
জাল ফেলিতে ডুবে যেন মরিস না মরিস না।
কথা বলিস না রে তুই
ধরবো মৃগেল চিতল রুই
জাল ফেলিতে জ্বালাতন আর করিস না করিস না।
ভরা গাঙের জলে
তোর রূপের দেমাক ঝলে।
ভরা গাঙের জলে
তোর রূপের দেমাক ঝলে।
চাস না কি মাছ ধরি
ছিছি লাজে মরি|
জাল যদি না ফেলি এখন পাবো না আর মাছ।
হায় মানে না তো মন
ও কন্যা আমার কথা শোন্,
রুই কাতলে মিছে ও জাল ভরিস না, ভরিস না।
কথা বলিস না রে তুই
ধরবো মৃগেল চিতল রুই
জাল ফেলিতে জ্বালাতন আর করিস না করিস না।
ওহ ঝিংনানা আহা ঝিংনানা আরে ঝিংনানা ঝিংনানা রে
ওহ ঝিংনানা আহা ঝিংনানা আরে ঝিংনানা ঝিংনানা রে।
সারাটি দিন ধরে নেবো এ জাল ভরে।
সারাটি দিন ধরে নেবো এ জাল ভরে।
কি লাভ তাতে বলো কন্যা
ঘরে ফিরে চলো।
ডাঙায় আছে মাছরাঙ্গা এক
মহাজন তার নাম।
মহাজন তার নাম!
হুম!
মোদের এই যে মাথার ঘাম
বলো কি আছে তার দাম ?
তাই তো বলি
মিছে রে মাছ ধরিস না ধরিস না।
ও ওও ওও
হা হাহা হাহা হা
ও ওও ওও
হা হাহা হাহা হা
Film : Dui Bhai (1961)
Song : Gange Dheu Khele Jay
Singer : Hemant Kumar, Ila Bose
Music Director : Hemant Kumar
Lyricist : Gauriprasanna Mazumder
Featuring Star Cast : Uttam Kumar, Biswajit, Sabitri Debi, Sulata Chowdhury, Tarun Kumar
Video from YouTube for Gange Dheu Khele Jay :