হা হা হা
বড়ো একা লাগে এই আঁধারে
মেঘের খেলা আকাশ পারে
বড়ো একা লাগে এই আঁধারে
বড়ো একা লাগে এই আঁধারে
মেঘের খেলা আকাশ পারে
সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি
সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি
কেমনে ছিলাম ভুলে এই বেদনা কে
কেযে বলে দেবে এই আমাকে
কেযে বলে দেবে এই আমাকে
মেঘের খেলা আকাশ পারে
এই তো ভালো ভাবি একা ভুলে থাকা
এই তো ভালো ভাবি একা ভুলে থাকা
থাক না পড়ে পিছে এই পিছু ডাকা
চেনা অচেনাতে যাক না মিশে
চেনা অচেনাতে যাক না মিশে
মেঘের খেলা আকাশ পারে
বড়ো একা লাগে এই আঁধারে
মেঘের খেলা আকাশ পারে
Song : Baro Eka Laage
Movie : Chowringhee (1968)
Artist : Manna Dey
Music Director : Ashima Bhattacharya
Lyricist : Miltoo Ghosh
Director : Pinaki Mukherjee
Starcast : Uttam Kumar, Subhendu Chatterjee, Anjana Bhowmick, Biswajeet, Supriya Debi
Video from Youtube for Boro Eka Lage :