আলগা দিচ্ছি সুতো,
পালিয়ে যাওয়ার ছুতো,
রাখলে মনে ভালো,
কে ফিরে তাকালো?
এই কপালের দাগে,
অনেক বছর আগে,
ছিলাম তোমার পাশে,
পুরোনো অভ্যাসে।
শুধু আমার বুকের ভেতর,
মৃত নদীর মত শীতে,
আমি তোমার থেকে দূরে হেঁটে,
চলে গেছি রোজ।
ওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?
রাগলে কেন তখন?
ভয় দেখানোর মতন,
দুমড়ে গেলে কেমন,
কান্না চেপে যেমন,
ভুলতে পারা যাবে,
আগে বলো কি হারাবে?
সব কি ফিরে আসে?
সেই পুরোনো অভ্যাসে?
শুধু আমার বুকের ভেতর,
মৃত নদীর মত শীতে,
আমি তোমার থেকে দূরে হেঁটে,
চলে গেছি রোজ।
ওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?
শুধু আমার বুকের ভেতর,
মৃত নদীর মত শীতে,
আমি তোমার থেকে দূরে হেঁটে,
চলে গেছি রোজ।
Song: Obhabe Keno
Artist: Anupam Roy
Movie: Bela Seshe(2015)
Directed: Nandita Roy, Shiboprosad Mukherjee
Star Cast: Soumitra Chatterjee, Swatilekha Sengupta, ,Rituparna Sengupta, Aparajita Auddy, Monami Ghosh, Sohini Sengupta, Shankar Chakraborty , Kharaj Mukherjee, Indrani Dutta, Anindya Chatterjee
Video from YouTube for Obhabe Keno: