পার করো আমায় বাবা দয়াল
তোমারি লীলা তুমি সর্বোদয়।
এই সবাই মিলে গান ধরবে ঠিক আছে?
নাক মে করতে দাম্মা
পিছে পিছে গাম্মা
পাগল হো গায় হাম কেয়া কারে।
নাক মে করতে দাম্মা
পিছে পিছে গাম্মা
পাগল হো গায় হাম কেয়া কারে।
রোজ সকালে উঠিয়া আমি মনে বলি
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি
খোকার দুস্টুমি থামে না রে ভাই
সারাদিন হই-হুল্লোড় লেগেছে রে তাই।
ই ই ই ই ই ই
কি করি উপায়!
নাক মে করতে দাম্মা
পিছে পিছে গাম্মা
পাগল হো গায়া হাম কেয়া কারে।
হা সুখ শান্তি নাই রে যেদিকে যাই রে
উড়ে এসে জুড়ে বসে হারামজাদা।
সুখ শান্তি নাই রে যেদিকে যাই রে
উড়ে এসে জুড়ে বসে হারামজাদা।
কি মিষ্টি মুখ তার, রূপ যেন পেচমার
হাতে পরে গিয়ে জীবন হল ছারখার
বাঁচা কেউ আমায়, কোনো উপায় বলে যা।
হ্যালো হ্যালো ফোনটা গেল।
নাক মে করতে দাম্মা
পিছে পিছে গাম্মা
পাগল হো গায়া হাম কেয়া কারে।
নাক মে করতে দাম্মা
পিছে পিছে গাম্মা
পাগল হো গায়া হাম কেয়া কারে।
বাবা দয়াল
বাবা দয়াল-
Song: Baba Dayal
Artist: Suddho Roy & Pankaj Natta
Music director: Suddho Roy
Lyrics: Suddho Roy
Movie: Baccha Shoshur (2019)
Director: Biswarup Biswas
Star Casting: Jeet, Koushani Mukherjee, Chiranjeet Chakraborty
Video from YouTube for Baba Dayal :