ফেরারি আজ মন, তোকে ভেবে যখন
সাজিয়েছি আমি আদুরে আলাপন।
হো ও ও ওও ও হো ও ওও ওও
ফেরারি আজ মন, তোকে ভেবে যখন
সাজিয়েছি আমি আদুরে আলাপন।
মায়াবী তোর ওই চোখে,
মেঘ করে আমায় বরণ
মনের কোণে আপন মনে,
লিখেছি তোর নামই সারাক্ষন
ও মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম
ও মন বেবাগী, চুপি চুপি,
তোর শুধু তোর হলাম।
ও না না না
ও না না না
তোকে ভেবে ছবি এঁকেছি,
তোর সুরেতে গান বেঁধেছি।
মনে মনে কি কারণে আজ সোহাগী হয়েছি।
তোকে ভেবে ছবি এঁকেছি,
তোর সুরেতে গান বেঁধেছি।
মনে মনে কি কারণে আজ সোহাগী হয়েছি।
না পাওয়া যত সবই
পেলাম তোকে ভেবে,
তোর আঁচলে চোখের কাজলে
করেছে আজ আমায় হরণ।
হো ও ও ও মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম
হো ও ও ওমন বেবাগী, চুপি চুপি,
তোর শুধু তোর হলাম।
তোর ছোঁয়ায় পেল আসকারা
মন হলো বাঁধন ছাড়া,
বরে বরে তোকে ঘিরে
স্বপ্নেরা পাগলপারা।
তোর ছোঁয়ায় পেল আসকারা
মন হলো বাঁধন ছাড়া,
বরে বরে তোকে ঘিরে
স্বপ্নেরা পাগলপারা।
মায়াবী তোর ওই চোখে,
মেঘ করে আমায় বরণ
মনের কোণে আপন মনে,
লিখেছি তোর নামি সারাক্ষন
হো ও ও ও মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম।
হো ও ও ওমন বেবাগী, চুপি চুপি,
তোর শুধু তোর হলাম।
হো ও ও ও মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম।
মন বেবাগী, চুপি চুপি,
তোর শুধু তোর হলাম।
Song: Mon Bebagi
Film: Ami Sudhu Tor Holam (2018)
Music: Ayush
Lyrics: Deep
Artists: Imran Mahmudul and Anwesha Dutta Gupta
Backing Vocals: Ashok Sing and Jaya
Guitar: Chintoo Singh Wasir
Director: Subrata Halder
Starring: Soham Chakraborty, Jhilik Bhattacharjee, Ranojoy, Victor Banerjee, Kharaj Mukherjee, Biswanath Basu, Tulika Basu, Anuradha, Raja Dutta
Video from YouTube for Mon Bebagi :