জানি না আজ যে আপন কাল সে কেন পর হয়ে যায়
জানি না আজ যে আপন কাল সে কেন পর হয়ে যায়
যে বাতাস ফোটাল ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়।
জানি না আজ যে আপন…
ছিল যে আমার পাশে তার কথা মনে আসে
চাই আমি ভুলতে যারে
মন কি তাকে ভুলতে পারে।
ছিল যে আমার পাশে তার কথা মনে আসে
চাই আমি ভুলতে যারে
মন কি তাকে ভুলতে পারে।
জানি না কে যে এমন তাসের দেশের ঘর হয়ে যায়।
যে বাতাস ফোটাল ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়।
জানি না আজ যে আপন…
স্মৃতির-ই সেতু বেঁধে
যায় দিন শুধুই কেঁদে
কে যেন ডাকে পিছু
ফিরে দেখি নেই তো কিছু।
স্মৃতির-ই সেতু বেঁধে
যায় দিন শুধুই কেঁদে
কে যেন ডাকে পিছু
ফিরে দেখি নেই তো কিছু।
হৃদয়ের সবুজ যেন চোরাবালির চর হয়ে যায়।
যে বাতাস ফোটাল ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়।
জানি না আজ যে আপন কাল সে কেন পর হয়ে যায়
যে বাতাস ফোটাল ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়।
জানি না আজ যে আপন…
Movie : Amanush (1975)
Song : Jani na aj je apon
Artist : Kishore Kumar & Asha Bhosle
Music : Shyamal Mitra
Director : Shakti Samanta
Starcast : Sharmila Tagore, Uttam Kumar, Utpal Dutt
Video from YouTube for Jani na aj je apon :