Featured Video Play Icon

Jani na aj je apon | জানি না আজ যে আপন

Amanush (1975)

জানি না আজ যে আপন কাল সে কেন পর হ​য়ে যায়​
জানি না আজ যে আপন কাল সে কেন পর হ​য়ে যায়​
যে বাতাস ফোটাল ফুল সেই তো আবার ঝ​ড় হয়ে যায়​।
জানি না আজ যে আপন…

ছিল যে আমার​ পাশে তার কথা মনে আসে
চাই আমি ভুলতে যারে
মন কি তাকে ভুলতে পারে।
ছিল যে আমার​ পাশে তার কথা মনে আসে
চাই আমি ভুলতে যারে
মন কি তাকে ভুলতে পারে।

জানি না কে যে এমন তাসের দেশের​ ঘর হ​য়ে যায়​।
যে বাতাস ফোটাল ফুল সেই তো আবার ঝ​ড় হয়ে যায়।
জানি না আজ যে আপন…

স্মৃতির​-ই সেতু বেঁধে
যায়​ দিন​ শুধুই কেঁদে
কে যেন ডাকে পিছু
ফিরে দেখি নেই তো কিছু।
স্মৃতির​-ই সেতু বেঁধে
যায়​ দিন​ শুধুই কেঁদে
কে যেন ডাকে পিছু
ফিরে দেখি নেই তো কিছু।
হৃদ​য়ের সবুজ যেন চোরাবালির চর​ হয়ে যায়।
যে বাতাস ফোটাল ফুল সেই তো আবার ঝ​ড় হয়ে যায়​।
জানি না আজ যে আপন কাল সে কেন পর হ​য়ে যায়​
যে বাতাস ফোটাল ফুল সেই তো আবার ঝ​ড় হয়ে যায়​।
জানি না আজ যে আপন…

Movie : Amanush (1975)
Song : Jani na aj je apon
Artist : Kishore Kumar & Asha Bhosle
Music : Shyamal Mitra
Director : Shakti Samanta
Starcast : Sharmila Tagore, Uttam Kumar, Utpal Dutt

Video from YouTube for Jani na aj je apon :

https://www.youtube.com/watch?v=_5NH8bzNez0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *