যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেন বল কাঁদালে আমায়
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেন বল কাঁদালে আমায়
আমার এ মন বুঝি মন নয়
যাবার বেলায়
হাসি আর গানে গানে এতো দিন
ফুল ফোটানোর খেলা চলেছিল
যেকটা রয়েছে বিঁধে মরমের মাঝে
তার কথা মন ভুলেছিল
ব্যাথায় ব্যাথায় তাকে মনে পড়ে যায়
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেন বল কাঁদালে আমায়
কেন বল কাঁদালে আমায়
স্মৃতির আকাশ থেকে কোনোদিন
হয়তো আমায় তুমি মুছে দেবে
স্বপ্নের রঙ্গে যত ছবি আঁকা হল
চোখের জলেতে সবই ভেসে যাবে
যা কিছু গিয়েছে পাওয়া সে আমার নয়
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেন বল কাঁদালে আমায়
আমার এ মন বুঝি মন নয়
যাবার বেলায়
Song : Jabar Bela Pichhu Theke
Movie : Adwitiya (1968)
Artist : Lata Mangeshkar
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Mukul Dutt
Director : Nabyendu Chatterjee
Starcast : Madhabi Mukherjee, Bikash Roy, Sarbendra, Lili Chakraborty
Video from YouTube for Jabar Bela Pichu Theke :