We have started this journey in 2011. Online lyrics in Bengali font is hardly available at that time. So, We have started it. Time passes by and we are able to made a huge collection of new and old Bengali songs’ lyrics. We have added YouTube video also for music reference. And there is many more details of the song including the story of making songs.
Now a days many of our Bengali culture are becoming obsolete. And the songs related to those cultures are getting lost too. Many of them have been lost due to poor documentation. We want to digitalise those songs before they were completely lost. This site is made for keeping them alive with their original form.
If You have any story or lyrics of rare old songs and want to share it with us, please mail at admin@kotharsur.com. You can also share your valuable feedback at our email or comment box.
২০১১ তে পথ চলা শুরু। সেই সময় ইন্টারনেটে বাংলা গানের কথা খুব একটা পাওয়া যেত না। পাওয়া গেলেও ইংরাজি হরফে লেখা। তাই বাংলা হরফে বাংলা গানের কথা লিখতে শুরু করি আমরা। সংগ্রহশালায় একে একে জমা হয়েছে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, নতুন ও পুরানো দিনের সিনেমার গান, লোকগীতি, ভক্তিগীতি,দেশাত্ববোধক গান ছাড়াও আরও অনেককিছু। গানের কথা তো আছেই সাথে ইউটিউবের লিঙ্ক থেকে সুরটুকুও শুনতে পাবেন। আর আছে কিছু গল্প, যেগুলো আজ হারিয়ে যাওয়া ইতিহাস। কথা অর্থে শুধু গানের কথাই নয়, গানটির জন্মলগ্নের কথাও জানতে পারবেন আপনারা।
সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে বাংলার বেশ কিছু সংস্কৃতি, উৎসব।. সেই সাথে হারিয়ে যাচ্ছে সেই উৎসবের গানও। পুরানোদিনের পল্লীগীতি, পুরাতনী এইরকম অনেক গানই আজ অবলুপ্তির পথে। কিছু গান নতুন করে ফিরে আসছে ঠিকই, তবে রিমেকের হাত ধরে। আমাদের উদ্দেশ্য সেইসব গানকে বাঁচিয়ে রাখা, পুরানোদিনের মত করেই। হারিয়ে যাওয়া গানের কথা আর সুর খুঁজে দেওয়া।
আমাদের সাথে আপনারাও সামিল হোন। এই কথা সুর আর গল্পের আসরে। আপনাদের কোনো বিরল সংগ্রহের কথা আমাদের জানাতে পারেন মেল করে admin@kotharsur.com । সঙ্গে আপনাদের মূল্যবান মতামত পাঠাতেও ভুলবেন না।