Featured Video Play Icon

O Amar Kandher Anchal | ও আমার কাঁধের আঁচল

Kalankini Kankabati (1981) Rahul Dev Burman

ও আমার কাঁধের আঁচল যায় পরে।
ও আমার কাঁধের আঁচল যায় পরে।
থাকে না মন যে আমার আর ঘরে।
ও আমার কাঁধের আঁচল যায় পরে।
ও আমার কাঁধের আঁচল যায় পরে।

রাতেরই কালোর মত কালো ছিল জীবন আমার,
রাতেরই কালোর মত কালো ছিল জীবন আমার,
তোমারই ছোঁয়া পেয়ে উজ্জ্বল হল জীবন আমার।
রাঙিয়ে দিলে প্রেমের রঙ ভরে।
ও আমার কাঁধের আঁচল যায় পরে,
ও আমার কাঁধের আঁচল যায় পরে।

কে জানে কেন বিধি এত খুশী আমায়,
কে জানে কেন বিধি এত খুশী আমায়,
বুঝিনি আগে দেবতারে এত জোয়ার ছিল।
জানি না তবু যে মন ভ​য়ে মরে।
ও আমার কাঁধের আঁচল যায় পরে,
ও আমার কাঁধের আঁচল যায় পরে।

Song: O Amar Kandher Anchal
Movie: Kalankini Kankabati (1981)
Artist: Asha Bhosle
Music Director: Rahul Deb Burman
Lyricist: Swapan Chakraborty
Director : Uttam Kumar
Starcast : Uttam Kumar, Supriya Debi, Sharmila Tagore and Santu Mukhopadhyay, Mithun Chakraborty

Video from YouTube for O Amar Kandher Anchal:
https://www.youtube.com/watch?v=bKxykVtwERo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *