Featured Video Play Icon

Ore Baba Dekho Cheye | ওরে বাবা দেখো চেয়ে

Goopy Gyne Bagha Byne (1969)

ওরে বাবা দেখ চেয়ে
কত সেনা চলেছে সমরে!
ওরে বাবা দেখ চেয়ে
কত সেনা চলেছে সমরে!
কত সেনা! কত সেনা!
হাজারে হাজারে
হাতিয়ার বুঝি
কাটাকুটি করে!
কাটাকুটি কাটাকুটি
হাজারে হাজারে
হাতিয়ার বুঝি
কাটাকুটি করে
আহা রে, আহা রে!
আহা রে!
পেটে খেলে পিঠে সয়
এ তো কভু মিছে নয়-
পেটে খেলে পিঠে সয়
এ তো কভু মিছে নয়।
সেনা দেখে লাগে ভয়
লাগে ভয়-
লাগে ভয়।
আধ পেটা খেয়ে
বুঝি মরে! মরে!
যত ব্যাটা চলেছে সমরে-
যত ব্যাটা চলেছে সমরে।

ওরে হাল্লা রাজার সেনা
ওরে হাল্লা রাজার সেনা
তোরা যুদ্ধ ক’রে করবি
কি তা বল?
তোরা যুদ্ধ ক’রে করবি
কি তা বল?
মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে
প্রাণটা কেন যায় বেঘোরে,
মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে
প্রাণটা কেন যায় বেঘোরে।
রাজ্যে রাজ্যে পরস্পরে
দ্বন্দ্বে অমঙ্গল,
ওরে রাজ্যে রাজ্যে পরস্পরে
দ্বন্দ্বে অমঙ্গল-
তোরা যুদ্ধ ক’রে করবি কি তা বল!

রাজা করেন তন্বি তন্বা
মন্ত্রীমশাই কিসে কম বা?
রাজা করেন তন্বি তন্বা
মন্ত্রীমশাই কিসে কম বা?
প্রজা পেয়ে অষ্টরম্ভা
হল হীনবল-
ওরে প্রজা পেয়ে অষ্টরম্ভা
হল হীনবল।
তোরা যুদ্ধ করে করবি
কী তা বল!
আয় আয় আয় রে আয়!
আয় রে আয়! আয় রে আয়!
আয় রে বোঝাই হাঁড়ি হাঁড়ি
মন্ডা মিঠাই কাঁড়ি কাঁড়ি, আয়!
মিহিদানা পুলি পিঠে
জিবেগজা মিঠে মিঠে
আছে যত সেরা মিষ্টি
এল বৃষ্টি এল বৃষ্টি
ওরে-

Song: Ore baba dekho cheye
Movie: Goopy Gyne Bagha Byne (1969)
Artist: Anup Ghoshal
Music Director: Satyajit Ray
Lyricist: Satyajit Ray
Star Casting: Tapen Chatterjee , Rabi Ghosh , Santosh Dutta , Jahor Roy

Video from YouTube for Ore baba dekho cheye :

1 thought on “Ore Baba Dekho Cheye | ওরে বাবা দেখো চেয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *