সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেন বুঝ্ঝো না
আমি হেব্বি রোম্যান্টিক
আর অল্প ডিমান্ডিং।
রানী তুমি আর সেজোনা ফানি
আমি টানব তোমার ঘানি
যদি সাচ্চা লাভার হও
আর একটু কেয়ারিং।
কাল গেল, কুল গেল
জাত গেল, মান গেল,
জান গেল প্রান গেল রে।
চাউনিতে চাউনিতে
দুচোখের ব্রাউনিতে,
মন আনচান গেল রে।
কাল গেল, কুল গেল
জাত গেল, মান গেল,
জান গেল প্রান গেল রে।
চাউনিতে চাউনিতে
দুচোখের ব্রাউনিতে,
মন আনচান গেল রে।
সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেন বুঝ্ঝো
আমি হেব্বি রোম্যান্টিক।
হাঁ
তোমার মনের কোণে
যদি বাজে সাইরেন
প্রেম প্রেম খেলে নিতে চাই
চড়ব সাইকেলে
কিংবা টয় ট্রেনে
এনে দেব যা বলবে তাই।
হাহা
তোমার মনের কোণে
যদি বাজে সাইরেন
প্রেম প্রেম খেলে নিতে চাই
চড়ব সাইকেলে
কিংবা টয় ট্রেনে
এনে দেব যা বলবে তাই।
হানি রেখো বাংক ব্যালেন্সে মানি
তবে থাকব আমি জানি
তুমি হও যতই হ্যান্ডসাম
আর হও না ডেয়ারিং।
হানি রেখো বাংক ব্যালেন্সে মানি
তবে থাকব আমি জানি
তুমি হও যতই হ্যান্ডসাম
আর হও না ডেয়ারিং।
কাল গেল, কুল গেল
জাত গেল, মান গেল,
জান গেল প্রান গেল রে।
চাউনিতে চাউনিতে
দুচোখের ব্রাউনিতে,
মন আনচান গেল রে।
সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেন বুঝ্ঝো না
আমি হেব্বি রোম্যান্টিক
আর অল্প ডিমান্ডিং।
হো
দুচোখের ক্রেজি ক্রেজি
নজরেরা হিজিবিজি
চালে ও চলনে লাগে ভয়।
কনফিডেন্স পেলে
পার্মানেন্ট হলে
তবেই তো থেকে যাওয়া যায়।
দুচোখের ক্রেজি ক্রেজি
নজরেরা হিজিবিজি
চালে ও চলনে লাগে ভয়।
কনফিডেন্স পেলে
পার্মানেন্ট হলে
তবেই তো থেকে যাওয়া যায়।
সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেন বুঝ্ঝো না
আমি হেব্বি রোম্যান্টিক
আর অল্প ডিমান্ডিং।
হা হাহা
সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেন বুঝ্ঝো
আমি হেব্বি রোম্যান্টিক।
হাঁ
Song: sona aj sesh koro din
Movie Name: Haripada Bandwala (2016)
Director: Pathikrit Basu
Creative Producer: Ravi Kinagi
Produced by : Shree Venkatesh Films
Artists: Nakash Aziz & Antara Mitra
Guitars: Ankur Mukherjee
Lyrics: Prasen
Composer: Indraadip Dasgupta
Star Casting: Ankush Hazra, Nusrat Jahan, Kharaj Mukherjee, Laboni Sarkar, Biswajit Chakrabarty, Rajatabha Dutta, Supriyo Dutta
Video from YouTube for sona aj sesh koro din :