এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো ?
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো ?
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো ?
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো ?
কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশীতে,
সবুজের – ওই দোল দোল হাসিতে ।
রাখালের ওই ঘর ছাড়া বাঁশীতে,
সবুজের- ওই দোল দোল হাসিতে ।
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় ।
তবে কেমন হতো তুমি বলোতো ?
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো ?
নীল আকাশের
ওই দূর সীমা ছাড়িয়ে,
এই গান যেন যায় আজ হারিয়ে
আকাশের
নীল দূর সীমা ছাড়িয়ে,
এই গান যেন যায় আজ হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ হয়,
পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় ।
তবে কেমন হতো তুমি বলোতো
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো ?
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো ?
Song: Ei Poth Jodi Na Sesh Hoye
Film: Saptapadi (1961)
Artist: Hemanta Mukherjee & Sandhya Mukherjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder
Star Casting: Suchitra Sen, Uttam Kumar, Chhabi Biswas, Chaya Debi
Video from YouTube for Ei Poth Jodi Na Sesh Hoye :
https://www.youtube.com/watch?v=Co9Dv3DWkBc