তুমি যে আমার
ওগো তুমি যে আমার ।
তুমি যে আমার
ওগো তুমি যে আমার ।
কানে কানে শুধু একবার বলো
তুমি যে আমার –
তুমি যে আমার
ওগো তুমি যে আমার ।
আমারই পরানে আসি –
তুমি যে বাজাবে বাঁশি ।
আমারই পরানে আসি –
তুমি যে বাজাবে বাঁশি ।
সেই তো আমারই সাধনা
চাইনা তো কিছু আর ।
তুমি যে আমার
ওগো তুমি যে আমার ।
তুমি যে আমার দিশা
অকূল অন্ধকারে –
দাওগো আমারে ভরে
নীরব অহংকারে – ।
তুমি যে আমার দিশা
অকূল অন্ধকারে –
দাওগো আমারে ভরে
নীরব অহংকারে – ।
জীবন মরণ মাঝে –
এসো গো বধূর সাজে ।
জীবন মরণ মাঝে –
এসো গো বধূর সাজে ।
সেই তো আমারই জীবনে
তোমারই অভিসার –
তুমি যে আমার
ওগো তুমি যে আমার ।
কানে কানে শুধু একবার বলো
তুমি যে আমার –
তুমি যে আমার
ওগো তুমি যে আমার ।
Song: Tumi Je Amar
Film: Harano Sur (1957)
Artist: Geeta Dutta
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder
Starcast: Uttam Kumar,Suchitra Sen,Pahari Sanyal,Utpal Dutta
Video from YouTube for Tumi Je Amar :