চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
ভোরের আকাশে আলো দেখে পাখী যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
সারাদিন রিমঝিম ঝিম কতো বৃষ্টি কতো বৃষ্টি হয়েছে মন জুড়ে
সারাদিন রিমঝিম ঝিম কতো বৃষ্টি কতো বৃষ্টি হয়েছে মন জুড়ে
দিশাহারা কোন পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে
চোখের পাতায় এত স্বপ্নের ভিড় হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখী যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
গুন গুন গুন গানে ফুলে এসে বসা
ভ্রমরের মত তার মন
এসে বসে মোর মনে
আমি সব কিছু ভুলে গেছি গুন গুন গুন গানে
উচ্ছ্বল মন তোলপাড় অনাসৃষ্টি, অনাসৃষ্টি চলেছে সেই থেকে
বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে
পিঞ্জর ভেঙে উড়বার নেশা এত হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখী যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
Song : Choncholo Mon Anmona Hoy
Movie : Adwitiya (1968)
Artist : Hemanta Mukherjee, Lata Mangeshkar
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Mukul Dutt
Director : Nabyendu Chatterjee
Starcast : Madhabi Mukherjee, Sarbendra, Ajitesh Bandopadhyay, Bikash Roy, Dilip Roy, Subrata Chatterjee, Geeta Dey, Lily Chakraborty, Padma Debi, Daisy Irani, Subrata Chattopadhyay, Suchanda Bose, Biren Chatterjee, Priti Majumder, Shiben Banerjee, Samar Kumar.
Video from YouTube for Choncholo Mon :