আমার তো গল্প বলা কাজ
নটে গাছ মুরিয়েছে আজ্
এবার ফিরি তবে পাহাড়ের ঢাল গুনে গুনে
কাঁটা কাঁটা ঘসে ঘসে উলে উলে বুনে বুনে
সব তো বলা যায় না মুখ ফুটে
আসলে গল্প বলে ঠোঁট-ই অস্ফুটে
সব তো বলা যায় না মুখ ফুটে
আসলে গল্প বলে ঠোঁট-ই অস্ফুটে
ঘুড়ির ঠিকানা জানে গাছের মাথায় কাটা সুতো
আমার ফেরার পথ আরো যদি মেঘে ঢেকে যেতো
হুম বৃষ্টির সব ফোঁটা আমার মনের কথা জানে
দিব্যি ভুলে থাকি হঠাৎ সে কেন ফিরে আসে ফিরে আসে
কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে ভালবাসে
ভাবনা গাড়ির কাঁচে গাছের মত সরে যায়
আমার অক্ষমতা হুট করে লুকাবো কোথায়
হুম পদবি বড়োই একা সবাই তো চেনে নাম শুনে
কাঁটা কাঁটা ঘসে ঘসে উলে উলে বুনে বুনে
এবার ফিরি তবে পাহাড়ের ঢাল গুনে গুনে
কাঁটা কাঁটা ঘসে ঘসে উলে উলে বুনে বুনে
কাঁটা কাঁটা ঘসে ঘসে উলে উলে বুনে বুনে
Movie – Bastushaap (2016)
Song: Amar To Golpo Bola Kaj
Singer: Rupankar Bagchi
Music: Indraadip Dasgupta
Lyrics: Srijato
Directed by – Kaushik Gaunguly
staring: Raima Sen, Abir Chatterjee, Parambrata Chatterjee, Churni Ganguly, Kaushik Ganguly
Video from YouTube for Amar To Golpo Bola Kaj :