পুরুষ সংস্করণ :
একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি
কানাঘুষো শোনা যায় বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে কবিদের মৃতদেহ চাপা পড়ে কাগজে
বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকি বনে শোনো
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে
দূর হোক বাগানের অকারণ চিন্তা
ই ঈ উ ঊ
আঁকা হোক ফুটপাত হাঁটবো আরামে
কোকিলের ডাকে ঘুঁটি ফেলবো ক্যারামে
কেউ কানে কানে বলে গেল
শোনা গেছে কবরে বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা
টুটি টিপে ধরে প্রেম বসন্ত এসে গেছে
রঙ লাগে শরীরের ভাঁজে ভাঁজে ডাল পালা
মুকুলের সন্ধানে বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকি বনে শোনো
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে
এই বসন্তের কয়েক বছর আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম ভুট্টা মাঠের পথে
সেই বসন্ত এখন ভীষণ দামী
আমার কাছে তোমার কাছে আমার কাছে
বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকি বনে শোনো
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে
মহিলা সংস্করণ :
বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে
মধুর অমৃতবাণী বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরণে
মাথা নত করে রব বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
গগনের নবনীলে ঘুমের গোপনে
বাজে ওই বাজে ওই বাজে ওই
পলাশের নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু
আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরণে
মাথা নত করে রব বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে
এই বসন্তের অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামী
আমার কাছে তোমার কাছে আমার কাছে
বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরণে
মাথা নত করে রব বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে
Song: Bosonto Ese Geche
Artist: Lagnajita Chakraborty
Movie: Chotushkone (2014)
Music/Lyricist: Anupam Roy
Director: Srijit Mukherji
Star Casting: Parambrata Chatterjee
Video from YouTube for Bosonto Ese Geche (male) :
Video from YouTube for Bosonto Ese Geche (female) :