Featured Video Play Icon

Keno Sorbonuser Nesha Dhoria | কেন সর্বনাশের নেশা ধরিয়ে

Picnic (1972)

কেন
কেন সর্বনাশের নেশা ধরিয়ে
তুমি এলে না যে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে,
কেন সর্বনাশের নেশা ধরিয়ে
তুমি এলে না যে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে, কেন

দিন এসে এসে যায় ফিরে ফিরে
চোখ চেয়ে যে থাকে
মন সারাবেলা সেই পথে পথে
কাটবে যে রাতে
দিন এসে এসে যায় ফিরে ফিরে
চোখ চেয়ে যে থাকে
মন সারাবেলা সেই পথে পথে
কাটবে যে রাতে
সব হারানোর পথে নেমেছি
পথ চাওয়া আর সাজে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে, কেন

ঝড় উঠে উঠে যায় থেমে থেমে
কেউ দেখে না তাকে
বোঝ না তুমি মন কেঁপে ওঠে
তোমারই সেই ডাকে
ঝড় উঠে উঠে যায় থেমে থেমে
কেউ দেখে না তাকে
বোঝ না তুমি মন কেঁপে ওঠে
তোমারই সেই ডাকে
ভুল ভাঙ্গাতে এলে নে কেন
এই যে ভুলের মাঝে
মরি লাজে, বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে,
কেন সর্বনাশের নেশা ধরিয়ে
তুমি এলে না যে
মরি লাজে, বুকে বাজে
মন লাগে না আর কোন কাজে
মরি লাজে, কেন

Song: Keno Sorbonuser Nesha Dhoria
Film: Picnic (1972)
Singer: Asha Bhosle
Star Casting: Ranjit Mallick, Samit Bhanja, Arati Bhattacharya, Sadhana Roy Chowdhury

Video from YouTube for Keno Sorbonuser Nesha Dhoria:

https://www.youtube.com/watch?v=EIgLGqR9QD8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *