যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না
আমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না
ওগো চুল ভিজাবো না না বেনী ভিজাব না
ওগো চুল ভিজাবো না গো আমি বেনী ভিজাবো না
জলে নামবো জল ছড়াবো জল তো ছোঁবো না
আমি এধার অধার সাঁতারু পাতারু করি আনাগোনা
ওগো জলে নামবো তবু আমি ডুব তো দেবো না
আমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না
ওগো চুল ভিজাবো না না বেনী ভিজাব না
ওগো চুল ভিজাবো না গো আমি বেনী ভিজাবো না
আমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না
ভোগ লাগাবো ভুগে মরবো তবু আমি জানতে দেবো না
আমি রাঁধিবো বাড়িবো ব্যঞ্জন বাটিবো
তবু হাঁড়ি ছোঁবো না
যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না
ওগো চুল ভিজাবো না না বেনী ভিজাব না
ওগো চুল ভিজাবো না গো আমি বেনী ভিজাবো না
আমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না
বিশাখা ললিতা বলে শোনো গো শোনো গো
শোনো গো নাগরী
ও তোর রূপের যাই বলিহারি
আমি হব না সতী না হব অসতী
তবু আমি পতি ছাড়বো না
যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না
ওগো চুল ভিজাবো না না বেনী ভিজাব না
ওগো চুল ভিজাবো না গো আমি বেনী ভিজাবো না
আমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না
Song: Amar Jemon Beni Temni Robe
Singer: Pratima Banerjee
Video from YouTube for Amar Jemon Beni Temni Robe:
https://www.youtube.com/watch?v=Pgf_jPoXKkI