Featured Video Play Icon

Amar Jemon Beni Temni Robe | আমার যেমন বেনী তেমনি রবে

Pratima Bandopadhyay

যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না
আমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না
ওগো চুল ভিজাবো না না বেনী ভিজাব না
ওগো চুল ভিজাবো না গো আমি বেনী ভিজাবো না

জলে নামবো জল ছড়াবো জল তো ছোঁবো না
আমি এধার অধার সাঁতারু পাতারু করি আনাগোনা
ওগো জলে নামবো তবু আমি ডুব তো দেবো না
আমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না
ওগো চুল ভিজাবো না না বেনী ভিজাব না
ওগো চুল ভিজাবো না গো আমি বেনী ভিজাবো না
আমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না

ভোগ লাগাবো ভুগে মরবো তবু আমি জানতে দেবো না
আমি রাঁধিবো বাড়িবো ব্যঞ্জন বাটিবো
তবু হাঁড়ি ছোঁবো না
যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না
ওগো চুল ভিজাবো না না বেনী ভিজাব না
ওগো চুল ভিজাবো না গো আমি বেনী ভিজাবো না
আমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না

বিশাখা ললিতা বলে শোনো গো শোনো গো
শোনো গো নাগরী
ও তোর রূপের যাই বলিহারি
আমি হব না সতী না হব অসতী
তবু আমি পতি ছাড়বো না

যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না
ওগো চুল ভিজাবো না না বেনী ভিজাব না
ওগো চুল ভিজাবো না গো আমি বেনী ভিজাবো না
আমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না

Song: Amar Jemon Beni Temni Robe
Singer: Pratima Banerjee

Video from YouTube for Amar Jemon Beni Temni Robe:
https://www.youtube.com/watch?v=Pgf_jPoXKkI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *