Tor Hoye Jete Chai | তোর হয়ে যেতে চাই

আমার বেঁচে থাকা কারণ শুধু তুই তোকে আছে বলা আজ এটুকুই, জানি ঠিকই ধরবি রে হাত, শূন্য পথে দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে। ক্ষতি কি যদি বাসিস ভালো আমায় তোর হয়ে যেতে চাই, তোর হয়ে যেতে চাই, পারবো কি আমি বল তোর হয়ে যেতে চাই। একবার ছুঁয়ে দে, যেন যাই রে ভিজে সে প্রেমের […]

Continue Reading
Featured Video Play Icon

Echce gulo j dichche ishara | ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা

ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা, যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া চেনা চেনা সুরে আসছি ফিরে ফিরে ভাবনারা কেন যে আজ দিশেহারা। ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা- হয়তো নিছকই পাগলামি শুধু জানে আমার আমি। যেমন রোদ্দুর তা নিজেকে জানে। মেঘেদের আঁকিবুঁকি দেবে তারই ফাঁকে উঁকি ইচ্ছেমত নিয়ম না মেনে। বেহিসেবি ইচ্ছে গায় কাউকে ভালোবাসতে চায় সেও কি দেবে […]

Continue Reading
Featured Video Play Icon

Ghure Takao | ঘুরে তাকাও

শুনে দেখো গান আমার হয়তো ভাল লেগে যেতে পারে। একটু সময় দিতে হায়, বদলে যেতে পারে তোমার কান। তোমার জানলায় উড়ুক নতুন এক নিশান। হেঁটে দেখো পথ আমার হয়তো ভাল লেগে যেতে পারে। বৃষ্টি ভেজা অন্ধকার, ছাতিম ফুলের গন্ধে বেসামাল। কেন ফালতু ভেবে হচ্ছ নাজেহাল? এসো ডাইনিং টেবিলে খেলি পিংপং বোকা মন খারাপের লিখি থিম […]

Continue Reading
Featured Video Play Icon

Ei Shono Tumi Shunte Pachcho Ki | এই শোনো তুমি শুনতে পাচ্ছো কি

এই শোনো তুমি শুনতে পাচ্ছো কি ? রাতের তারাগুলো গুনতে পারছ কি ? এই তোমার আমার এক মলাটের রাত আর শিশির ভেজা ছুঁয়ে দিলে হাত। যে পথে হেঁটে যাও কখনো থেমে যাও আসলে ভুলে যাও কি পেতে চাও। তুমিও আমাকে যে কোনো পোশাকে ভালোবেসে ফেলেও মুখ লোকাও। যদি রেখে দিতে পারো থেকে যেতে পারি ফিরে […]

Continue Reading
Featured Video Play Icon

Amar Onge Onge Ke | আমার অঙ্গে অঙ্গে কে

আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে কে আনন্দে বিষাদে মন উদাসে কে বাজায় বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে কে পুস্প বিকাশের সুরে দেহ মন উঠে পুড়ে পুস্প বিকাশের সুরে দেহ মন উঠে পুড়ে কি মধুর এ সুগন্ধ বাতাসে যায় ভাসি আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে কে […]

Continue Reading
Featured Video Play Icon

Mayabono Biharini | মায়াবনবিহারিনী

মায়াবনবিহারিনী হরিণী গহন স্বপন সঞ্চারিনী কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়াবনবিহারিনী মায়াবনবিহারিনী হরিণী গহন স্বপন সঞ্চারিনী কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়াবনবিহারিনী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর প্রাণমন অকারণ মায়াবনবিহারিনী মায়াবনবিহারিনী হরিণী গহন স্বপন সঞ্চারিনী কেন তারে […]

Continue Reading
Featured Video Play Icon

Bojhe Na Se Bojhe Na | বোঝে না সে

ব​ড়ো ইচ্ছে করছে ডাকতে তার গন্ধ মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায় তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায় বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না পায়​ […]

Continue Reading
Featured Video Play Icon

Amar To Golpo Bola Kaj | আমার তো গল্প বলা কাজ

আমার তো গল্প বলা কাজ নটে গাছ মুরিয়েছে আজ্ এবার ফিরি তবে পাহাড়ের ঢাল গুনে গুনে কাঁটা কাঁটা ঘসে ঘসে উলে উলে বুনে বুনে সব তো বলা যায় না মুখ ফুটে আসলে গল্প বলে ঠোঁট‍‍‍-ই অস্ফুটে সব তো বলা যায় না মুখ ফুটে আসলে গল্প বলে ঠোঁট‍‍‍-ই অস্ফুটে ঘুড়ির ঠিকানা জানে গাছের মাথায় কাটা সুতো […]

Continue Reading
Featured Video Play Icon

Tomake Chuye Dilam | তোমাকে ছুঁয়ে দিলাম​

আজ ঠোঁটের কোলাজ, থামালো কাজ মন তোমাকে ছুঁয়ে দিলাম নাম, বুকের বোতাম হারানো খাম আজ কেন যে খুঁজে পেলাম দিন এখনো রঙিন​, এই দিন এখনো রঙিন​ তাকে আদরে তুলে রাখলাম​ ও আজ ঠোঁটের কোলাজ, থামালো কাজ মন তোমাকে ছুঁয়ে দিলাম নাম, বুকের বোতাম হারানো খাম আজ কেন যে হুম​ মন রাখা আছে কোন ঈশাণ কোণের […]

Continue Reading
Featured Video Play Icon

Khudar Kasam Jaan – Jatishwar (2014) | খোদার কসম জান – জাতিস্মর (২০১৪)

প্রথম আলোয় ফেরা – আঁধার পেরিয়ে এসে আমি অচেনা নদীর স্রোতে চেনা চেনা ঘাট দেখে নামি চেনা তবু চেনা নয় এ ভাবেই স্রোত বয়ে যায় খোদার কসম জান আমি ভালবেসেছি তোমায় । তোমাকেই বাজি ধরা – বোকা প্রেমে যে অহংকার গানে গানে কেঁদে মরা – ব্যর্থ হয়েছে অভিসার তোমায় খুঁজেছি শুধু – কি আদিম বাঁচার […]

Continue Reading