Featured Video Play Icon

Bhalo Kore Tumi Cheye Dekho | ভালো করে তুমি চেয়ে দেখো

ভালো করে তুমি চেয়ে দেখো দেখো তো চিনতে পারো কি না! ভালো করে তুমি চেয়ে দেখো দেখো তো চিনতে পারো কি না! আমার দু’চোখে চোখ রেখে দেখো বাজে কি বাজে না মনোবীণা। ভালো করে তুমি চেয়ে দেখো দেখো তো চিনতে পারো কি না। সোনালি বিকেলে গাছের ছায়ায়, মুখোমুখি বসে নীল সন্ধ্যায়, সোনালি বিকেলে গাছের ছায়ায়, […]

Continue Reading
Featured Video Play Icon

E To Bhalobasa Noy | এ তো ভালবাসা ন​য়

এ তো ভালবাসা ন​য় ভালবাসা ন​য়​কামনা জ​ড়ানো চাওয়া,আঁধার পেরিয়ে আঁধারের সাথেআঁধারেতে ডুবে যাওয়া। দুখের এ মালা দিও না বঁধুয়া দাও গো চোখের জল​,মনের শুকানো সরবরে দেখ ফুটবে গো শতদল​।তার সুরভী পরাগে খুঁজে পাওয়া যাবে তোমার সকল চাওয়াআঁধার পেরিয়ে আঁধারের সাথে আঁধারেতে ডুবে যাওয়া।এ তো ভালবাসা ন​য় ভালবাসা ন​য়​কামনা জ​ড়ানো চাওয়া,আঁধার পেরিয়ে আঁধারের সাথেআঁধারেতে ডুবে যাওয়া। […]

Continue Reading
Featured Video Play Icon

Amay Nohe Go Bhalobaso Shudhu | আমায় নহে গো ভালোবাসো শুধু

আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান । ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। চাঁদেরে কে চায়, কে চায়, কে চায় চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে গীত […]

Continue Reading
Featured Video Play Icon

Porodeshi Megh | পরদেশী মেঘ

পরদেশি মেঘ যাও রে ফিরে।পরদেশী মেঘ যাও রে ফিরে।বলি ও আমার পরদেশী রে।পরদেশী মেঘ যাও রে ফিরে।বলি ও আমার পরদেশী রে।পরদেশী মেঘ যাও রে ফিরে। সে দেশে যবে বাদল ঝরেকাঁদে না কি প্রাণ একেলা ঘরে,সে দেশে যবে বাদল ঝরেকাঁদে না কি প্রাণ একেলা ঘরে,বিরহ ব্যথা নাহি কি সেথাবিরহ ব্যথা নাহি কি সেথাবাজে না বাঁশি নদীর […]

Continue Reading
Featured Video Play Icon

Ja Jare Ja Ja Pakhi | যা যারে যা যা পাখি

যা যারে যা যা পাখি,আর কিছু নাই যা ঢেকে রাখি।এ বাঁধন ছিঁড়ে উড়ে যা।এই শুধু বলি তারে,মোর মন কাঁদে আজও তার তরেসে কাঁদন নিয়ে উড়ে যা। দূর দুস্তর পান্থ প্রবাসী,কোন স্বপ্নের আমি প্রয়াসী।দূর দুস্তর পান্থ প্রবাসী,কোন স্বপ্নের আমি প্রয়াসী।মোর অন্তর নিত্য পিয়াসীসুখ সমুদ্রের আমি পিয়াসী।আমি অন্ত জানি নাঅনন্ত রাত্রিরদিগন্তে যারে ফিরে যা।যা যা যা যারে […]

Continue Reading
Featured Video Play Icon

Kothay Kothay Je Raat Hoa Jay | কথায় কথায় যে রাত হয়ে যায়

কথায় কথায় যে রাত হয়ে যায়কি কথা রাখলে বাকি।কথায় কথায় যে রাত হয়ে যায়কি কথা রাখলে বাকি। খুঁজে দেখনা বুঝে দেখনাভেবে দেখনা তা কি জাননা,কিছু না বলে চলে গিয়েমনকে দিওনা ফাঁকি।কথায় কথায় যে রাত হয়ে যায়কি কথা রাখলে বাকি। তোমার চোখের আলোয়আমি এ মন করেছি আলো,আমার ভালোবাসায়তুমি আকাশ প্রদীপ জ্বালো।তোমার চোখের আলোয়আমি এ মন করেছি […]

Continue Reading
Featured Video Play Icon

Momer Putul Momir Desher Meye | মোমের পুতুল মমীর দেশের মেয়ে

মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়।বিহ্বল –চঞ্চল–পায়।বিহ্বল –চঞ্চল–পায়। খর্জুর–বীথির ধারেসাহারা মরুর পারেবাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে।বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে।উড়িয়ে ওড়না ‘লু’ হাওয়ায়পরী–নটিনী নেচে যায়,উড়িয়ে ওড়না ‘লু’ হাওয়ায়পরী–নটিনী নেচে যায়দুলে দুলে দূরে সুদূর।দুলে দুলে দূরে সুদূর।দুলে দুলে দূরে সুদূর। সুর্মা–পরা আঁখি হানে আস্‌মানে,জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে।সুর্মা–পরা আঁখি হানে আস্‌মানে,জ্যোৎস্না আসে […]

Continue Reading
Featured Video Play Icon

Ja Ja Ja Banshi Jare Dure | যা যা যা বাঁশী যারে দূরে

যা যা যাযা যা বাঁশী যারে দূরে মন লাগে না আর ঘরে।মোর স্বপ্ন​-সীমানার পারে যা যা যা রে।যা যা যাযা যা বাঁশী যারে দূরে মন লাগে না আর ঘরে।মোর স্বপ্ন​-সীমানার পারে যা যা যা রে। মেঘ মেঘ আকাশে রঙ ধরে নাঝিরঝির ঝরনা আর ঝরে নাযে মন হারায়ে গেল আর ভরে না।মেঘ মেঘ আকাশে রঙ ধরে […]

Continue Reading
Featured Video Play Icon

Ke Ami Kothay | কে আমি কোথায়

হাজার অতীত জন্ম-দাগের মতোফুটে থাকে তারায় তারায়।কে যেন ছিলাম, মনে তো পড়ে নাছায়াপথ শরীরে হারায়।কে আমি কোথায়!কে আমি কোথায়!কে আমি কোথায়!কে আমি কোথায়! আমি কি আমি, না অন্য কেউ?একই মুখ বহু ঠিকানায়।এসেছি যেমন, মিশে যাবো ঠিকমাটি, জল, আগুন, হাওয়ায়।প্রতি জনমে এক নতুন সে দিনপুরনো তারিখ খুঁজে পায়।বহু পথিকের একই পায়ে হাঁটাএ আমির গল্প শোনায়কে আমি […]

Continue Reading
Featured Video Play Icon

Ghiri Ghiri Ghiri Nache | ঘিরি ঘিরি ঘিরি নাচে

হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগ​ৎপতেগোপেশ ও গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।বাজুক ডম্ম রে রবাব পাখোয়াজ করতাল তালধরল মেলিচলদচিত্রগতি সকল কলাবতীকরে করে ন​য়ানে ন​য়ানে করুক খেলিনাচো তো শ্যাম​সাথে গোপনারীঘিরি ঘিরি ঘিরি নাচে।ঘিরি ঘিরি ঘিরি নাচে। পলয়া-নূপূৰ্ব-মণি বাজায়ে কিঙ্কিণীরাসরসে রতিরণে কি মধুর শুনি।কর​য়ে নর্তক রাস হরি সে মুরারীগোবিন্দ সহিত নাচে গোপের সুন্দরী।ঘিরি ঘিরি ঘিরি নাচে।ঘিরি ঘিরি ঘিরি নাচে।রাধে […]

Continue Reading