Featured Video Play Icon

Tumi Koto Je Dure | তুমি কত যে দূরে

তুমি কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে, আমার জীবন হতে, ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়? তুমি কতো যে দূরে কোথা যে হারিয়ে গেলে, আমার জীবন হতে, ঠিকানা নেই বলো, খুঁজি কোথায়? ওহ তুমি কতো যে দূরে কোথা যে হারিয়ে গেলে, আমার জীবন হতে, ঠিকানা নেই বলো খুঁজি কোথায় আই আই আই আই আই আই […]

Continue Reading
Featured Video Play Icon

Boli O Nonodi | বলি ও ননদী

বলি ও ননদী বলি ও ননদী আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদী। ঠাকুর জামাই এলো বাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদী আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদী। ঠাকুর জামাই এলো বাড়িতে। ইষ্টিসনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে ইষ্টিসনের বাবুর […]

Continue Reading
Featured Video Play Icon

Bondhu Tin Din | বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিনদিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিনদিন। গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা। গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা। আইতে যাইতে বারো আনা উশুল হইলো না। বন্ধু তিনদিন হায় হায় বন্ধু তিনদিন ও বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম […]

Continue Reading
Featured Video Play Icon

Sundari Komola | সুন্দরী কমলা

ভাল করিয়া বাজান রে দোতারা কমলা সুন্দরী নাচে। কমলা সুন্দরীর পেন্দরের শাড়ি রোদে ঝিলমিল করে রে। নাচিতে নাচিতে কমলা সুন্দরী হালিয়া হালিয়া পড়ে রে। এ বাড়ি হতে ও বাড়ি গেনু ঘাটায় ছিপছিপ পানি, বরের ভিজিল জামাজোড়া কন্যার ভিজিল শাড়ি। কমলা সুন্দরীর সিঁথার সিঁদুর ঝলমল ঝলমল করে রে। কমলা সুন্দরীর পায়ের নুপুর হাঁটিয়া যাইতে বাজে রে। […]

Continue Reading
Featured Video Play Icon

Bhromor Koiyo Giya | ভ্রমর কইয়ো গিয়া

রাধা না খায় অন্ন না খায় পানি নাহি বান্ধে কেশ রে ভ্রমর​ কইয়ো গিয়া ভ্রমর কইয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়ো গিয়া ভ্রমর কইয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়ো গিয়া ও ভ্রমর রে ও ভ্রমর রে কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া কইয়ো কইয়ো কইয়োরে […]

Continue Reading
Featured Video Play Icon

Chata Dhoro He Deora | ছাতা ধরো হে দেওরা

ছাতা ধরো হে দেওরা হ্যেসান সুন্দর খোঁপা আমার ভিগ গিলাই না ছাতা ধরো হে দেওরা হ্যেসান সুন্দর শাড়ি আমার ভিগ গিলাই না ছাতা ধরো দেওরা হ্যেসান সুন্দর খোঁপা আমার ভিগ গিলাই না রিমিঝিমি পানিয়া বরষ দিলাই না রিমিঝিমি পানিয়া বরষ দিলাই না হ্যেসান সুন্দর শাড়ি আমার ভিগ গিলাই না ছাতা ধরো হে দেওরা হ্যেসান সুন্দর […]

Continue Reading
Featured Video Play Icon

Kalo Jole Kuchla Tole | কালো জলে কুচলা তলে

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ চার(সার) আনা, কাল চার(সার) আনা পাই যে দরসন। আজ চার(সার) আনা, কাল চার(সার) আনা পাই যে দরসন। মেদিনীপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা । মেদিনীপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা । পেছপারিয়া রাজকুমারী গলায় […]

Continue Reading
Featured Video Play Icon

Shal Tole Bela Dubilo | শাল তলে বেলা ডুবিল​

ও লিলাক দিদি লিলো লো লিলো লো লিলো লো শাল তলে বেলা ডুবিল​ ও লিলাক দিদি লিলো লো লিলো লো লিলো লো শাল তলে বেলা ডুবিল​ শাল তলে বেলা ডুবিল​ দিদি লিলো লো শাল তলে বেলা ডুবিল​ আরে আদান জলে দাঁড়াল রে কাজলা হাঁটু জলে পারা না রে কাপ​ড় ভিজি গেল আরে আদান জলে দাঁড়াল […]

Continue Reading
Featured Video Play Icon

Pindare Polasher Bon | পিন্দারে পলাশের বন

হে পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন হে পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে হেই কাটে রে বতরে পিরিতের ফুল ফুটে ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে হেই কাটে রে বতরে পিরিতের ফুল ফুটে পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন ন্যাংটা […]

Continue Reading
Featured Video Play Icon

Shubhra Shankha Robe | শুভ্র শঙ্খরবে

শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত। আকাশতলে অনিলে জলে দিকে দিগন্তরে সকল লোকে পুরে বনে বনান্তরে নৃত্যগীত ছন্দে নন্দিত। শুভ্র শঙ্খরবে। শরত প্রকৃতি উল্লাসে উৎসব গানে চিরসুন্দর চিরসুন্দর চিতসুন্দর বন্দন তানে। ত্রিলোকে জাগে শরন্ময়ী আনন্দে, মহাশক্তিরূপা মঞ্জুল শোভা জাগে আনন্দে, রাজে কল্যাণী সদা রাজে সদা সুখদা, সদা বরদা, সদা জয়দা, ক্ষেমঙ্করী সুধা রাজে। অসুরনাশন দশপ্রহরণভূজা রাজে। […]

Continue Reading