মা
আমার সাধ না মিটিল আশা না পুরিল
সকলি ফুরায়ে যায় মা।
আমার সাধ না মিটিল আশা না পুরিল
সকলি ফুরায়ে যায় মা।
জনমের শোধ ডাকি গো মা তোরে
কোলে তুলে নিতে আয় মা
সকলি ফুরায়ে যায় মা।
আমার সাধ না মিটিল আশা না পুরিল
পৃথিবীর কেউ ভাল তো বাসে না
এ পৃথিবী ভালবাসিতে জানে না
পৃথিবীর কেউ ভাল তো বাসে না
এ পৃথিবী ভালবাসিতে জানে না
যেথা আছে শুধু ভালবাসাবাসি
সেথা যেতে প্রাণ চায় মা
সকলি ফুরায়ে যায় মা।
আমার সাধ না মিটিল আশা না পুরিল
বড় দাগা পেয়ে বাসনা ত্যাজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি
বড় দাগা পেয়ে বাসনা ত্যাজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি
অনেক কেঁদেছি কাঁদিতে পারিনা
বুক ফেটে ভেঙে যায় মা
সকলি ফুরায়ে যায় মা।
আমার সাধ না মিটিল আশা না পুরিল
সকলি ফুরায়ে যায় মা।
জনমের শোধ ডাকি গো মা তোরে
কোলে তুলে নিতে আয় মা
সকলি ফুরায়ে যায় মা।
আমার সাধ না মিটিল আশা না পুরিল
সকলি ফুরায়ে যায় মা।
Song: Amar Sadh Na Mitilo
Type: Shayamasangeet Shayamasangeet
Artist: Pannalal Bhattacharya
Lyricist : Atul Krishna Mitra
Video from YouTube for Amar Sadh Na Mitilo :
https://youtu.be/MlMCDUKkKik