শূন্য এ–বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়!
তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়।।
তুই নাই ব’লে ওরে উন্মাদ
পান্ডুর হ’ল আকাশের চাঁদ,
কেঁদে নদী–জল করুণ বিষাদ ডাকে: ‘আয় ফিরে আয়’।।
গগনে মেলিয়া শত শত কর
খোঁজে তোরে তরু, ওরে সুন্দর!
তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধূলায়!
তুই ফিরে এলে, ওরে চঞ্চল
আবার ফুটিবে বন ফুল-দল
ধূসর আকাশ হইবে সুনীল তোর চোখের চাওয়ায়।।
Song: Shunyo E Buke
Artist: Haimanti Sukla
Type: Najrulgiti
Raga: Chayanot (ছায়ানট)
Taal: Ektaal (একতাল)
Movie: Aagaman (1988)
Director: Tarun Majumdar
Starcast: Tapas Pal, Debashree Roy, Soumitra Chatterjee, Sandhya Roy, Sumitra Mukherjee, Papiya Adhikari, Utpal Dutta, Chinmoy Roy, Anup Kumar, Ashok Kumar
Video from YouTube for Shunyo E Buke :