ব্রজ–গোপী খেলে হোরী হোরী রে
ব্রজ–গোপী খেলে হোরী
খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে।
ব্রজ–গোপী খেলে হোরী হোরী রে
ব্রজ–গোপী খেলে হোরী।
পিরীতি–ফাগ মাখা গোরীর সঙ্গে
হোরি খেলে হরি উন্মাদ রঙ্গে।
পিরীতি–ফাগ মাখা গোরীর সঙ্গে
হোরি খেলে হরি উন্মাদ রঙ্গে।
বসন্তে এ কোন্ কিশোর দুরন্ত
বসন্তে এ কোন্ কিশোর দুরন্ত
রাধারে জিনিতে এলো পিচ্কারী হাতে।
ব্রজ–গোপী খেলে হোরী হোরী রে
ব্রজ–গোপী খেলে হোরী।
গোপীনীরা হানে অপাঙ্গ খর শর ভ্রুকুটি ভঙ্গ
অনঙ্গ আবেশে জর জর থর থর
জর জর থর থর শ্যামের অঙ্গ।
শ্যামল তনুতে হরিত কুঞ্জে
অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে
রঙ–পিয়াসি মন ভ্রমর গুঞ্জে
রঙ–পিয়াসি মন ভ্রমর গুঞ্জে
ঢালো আরো ঢালো রঙ
ঢালো আরো ঢালো রঙ প্রেম–যমুনাতে।
ব্রজ–গোপী খেলে হোরী
খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে।
ব্রজ–গোপী খেলে হোরী হোরী রে
ব্রজ–গোপী খেলে হোরী।
Song: Brojogopi Khele Hori
Artist: Mohammad Rafi
Type: Najrulgiti
Video from YouTube for for Brojogopi Khele Hori :
https://www.youtube.com/watch?v=RHJCK9sH3V4