বেঁচে থেকে লাভ কি বল
তোকে ছাড়া আর,
খুঁজেছে জবাব অচল
মন কোথাকার।
জানে স্বপ্ন তার পাতায় কত কি
কত যত্নে দেখেছি আর লিখেছি
যা চলে তুই
ও হো
সব ভূলে তুই।
যা চলে তুই
ও হো
সব ভূলে তুই।
বেঁচে থেকে লাভ কি বল
তোকে ছাড়া আর,
খুঁজেছে জবাব অচল
মন কোথাকার।
জানে স্বপ্ন তার পাতায় কত কি
কত যত্নে দেখেছি আর লিখেছি
যা চলে তুই
ও হো
সব ভূলে তুই।
যা চলে তুই
ও হো
সব ভূলে তুই।
ও ও ও ওও ও ও
এ এ এ এ এ হে
কেন হয় এমন
মনে নেইতো মন
হাওয়া বড়ই বেরঙিন।
নারে নয় সহজ
পাওয়া তোর মতন
আর কাউকেও কোনোদিন
হারিয়ে গেলাম
ফুরিয়ে এলাম
চোখে শুকিয়ে গেল জল।
বেঁচে থেকে লাভ কি বল
তোকে ছাড়া আর,
খুঁজেছে জবাব অচল
মন কোথাকার।
হো ও ও
কিযে বলব আর
এ দুরত্বটার
দেখি নেইযে কোনো শেষ
তবু দেখনা তুই
বসে পাশটাতেই
গেলি আলোকবর্ষ দেশ।
হারিয়ে গেলাম
ফুরিয়ে এলাম
চোখে শুকিয়ে গেল জল।
বেঁচে থেকে লাভ কি বল
তোকে ছাড়া আর,
খুঁজেছে জবাব অচল
মন কোথাকার।
হো ও ও এ এ এ
Song: Benche Theke Labh Ki Bol
Artist: Arijit Singh
Movie: Rangbaaz (2013)
Director: Raja Chanda
Music: Jeet Gannguli
Lyrics: Prasen
Choreographer: Baba Yadav and Sankaraiyya
Star Casting: Dev, Koel Mallick
Video from YouTube for Benche Theke Labh Ki Bol :